তীব্র গরমের সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি, ভেস্তে যেতে পারে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ! https://ift.tt/MV3RWJI - MAS News bengali

তীব্র গরমের সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি, ভেস্তে যেতে পারে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ! https://ift.tt/MV3RWJI

বিগত কয়েক মাসে রোহিতদের কপালে যেই জিনিসটা সবথেকে বেশি প্রভাব ফেলেছে সেটা হল বৃষ্টি। এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপ, দেশ বদলালেও বৃষ্টির ছবি বদলায়নি। আর বৃষ্টির জেরে ম্যাচ বাতিল হওয়া বদলায়নি। বিশ্বকাপে একটাও প্রস্তুতি ম্য়াচ খেলতে পারেনি ভারত বৃষ্টির জন্য। এশিয়া কাপে একটা ম্যাচ ভেস্তে যার আর অপর ম্যাচ রিজার্ভ দিনে হয়। সব মিলিয়ে ক্রিকেটের মজা নষ্ট করে বৃষ্টি। চলতি বিশ্বকাপে চারটে ম্যাচ খেলা হলেও এখনও বৃষ্টি থাবা বসায়নি। তবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে হতে পারে বৃষ্টি।শনিবার অর্থাৎ, ম্যাচের আগের দিন চেন্নাইয়ের অনেক অংশে অতিভারী বৃষ্টি হয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি ছিল পুরোটাই। ম্যাচের দিন সেরকম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও আবহাওয়া বলছে অন্য কথা। গত ১ সপ্তাহ ধরে চেন্নাই বৃষ্টি দেখেছে। ঠিক যেই বৃষ্টি কলকাতা সহ রাজ্যে হয়েছে সেইরকম বৃষ্টির সাক্ষী থেকেছে দক্ষিণ ভারতের এই জেলা। তবে ম্য়াচের দিন অর্থাৎ, ৮ তারিখ বৃষ্টি হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। বা হলেও কয়েক মিনিটের জন্য় ব্যাঘাত ঘটাতে পারে। ম্যাচ ভেস্তে যাওয়া বা ওভার কমার মত কোনও ঘটনা ঘটবে না বলে মনে করা হচ্ছে। আবহাওয়াপূর্বাভাস অনুযায়ী, দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০%-এরও বেশি। সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভবনা রয়েছে মাত্র ৮%। যেটা না হওয়ার সম্ভবনাই বেশি বলে মনে করছেন অনেকে। অতিরিক্ত গরম হওয়ায় প্লেয়ারদের সমস্যার মুখে পড়তে হবে। চলতি বিশ্বকাপে চারটে ম্যাচেই দেখা গিয়েছে ব্যাটারদের জন্য ড্রিঙ্কস ব্রেকে চেয়ার নিতে হচ্ছে। প্লেয়াররা বরফ লাগাচ্ছেন গরম থেকে বাঁচতে। ঘনঘন জলের বিরতি নিতে হচ্ছে। এরমধ্যে চেন্নাইয়ের এই গরমে প্লেয়ারদের সমস্যা আরও বাড়বে। ম্যাচ শুরু হবে দুপুর দুটো থেক। ফলে যেই দল প্রথম ফিল্ডিং করবে তাদের সমস্যাটা বেশি হবে। রোদ পড়লে গরমের দাপট কিছুটা কমবে। খানিক স্বস্তি মিলতে পারে তাতে। চেন্নাইয়ের মাটিতে ভারতীয় প্লেয়াররা গরমে IPL খেলায় তাদের সমস্যা হওয়ার কথা নয় বলে মনে করছেন বোর্ড কর্তারা।ক্রিকেট বিশ্বকাপে প্রতি ম্যাচের আপডেট, বিশ্লেষণ, ভিডিয়োর পাশাপাশি অন্য বিষয়ের খবর জানার জন্য় ক্লিক করুন-


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/pA4h15S
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads