বিয়ের পরই দুঃসংবাদ! সরকারি বাংলো হাতছাড়া হবে পরিণীতির স্বামী রাঘবের? https://ift.tt/7k1FL9A - MAS News bengali

বিয়ের পরই দুঃসংবাদ! সরকারি বাংলো হাতছাড়া হবে পরিণীতির স্বামী রাঘবের? https://ift.tt/7k1FL9A

বিপাকে সদ্য বিবাহিত সাংসদ রাঘব চড্ডা। বিয়ের পরই এল দুঃসংবাদ। সরকারি বাংলো খালি করে দিতে হবে আম আদমি পার্টির রাজ্যসভার এই সাংসদকে। দিল্লিতে শ্বশুরবাড়িতে ধীরে ধীরে নিজের সংসার গোছাচ্ছেন পরিণীতি। আর এর মধ্যে স্বামী রাঘবের নামে এল নোটিশ। দিল্লির সরকারি বাংলোর বরাদ্দ শেষ, অতএব কোনওমতেই তিনি এই বাংলো দখল করে থাকতে পারবেন না। শুক্রবার দিল্লির পাটিয়ালা কোর্ট জানিয়েছে, সরকারের তরফে বাংলোটির বরাদ্দ বাতিল হয়ে যাওয়ার পরও কোনওভাবেই সেটি দখল করে রাখতে পারবেন না। ফলে অনুমান করা হচ্ছে, অবিলম্বে তাঁকে দিল্লির টাইপ-৭ সরকারি বাংলো ছেড়ে দিতে হবে। উল্লেখ্য,রাঘব চাড্ডাকে ২০২২-এর সেপ্টেম্বরে ৬ ক্যাটেগরির বাংলো দেওয়া হয়েছিল। কিন্তু, আপ সাংসদ দিল্লির পান্ডারা রোডে ৭ ক্যাটেগরির বাংলো দেওয়ার জন্য রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন করেন। তাঁর সেই আবেদন মঞ্জুর করা দূরস্ত, বরং চলতি বছরের মার্চে সেই বাংলোটি বাতিল করে তাঁকে ৫ ক্যাটেগরির একটি বাংলো বরাদ্দ করে কেন্দ্র। রাজ্যসভার সচিবালয় থেকে বলা হয়, রাঘব চাড্ডা ৭ ক্যাটেগরির বাংলোর যোগ্য নন। এরপরই কেন্দ্রের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন আপ সাংসদ। দিল্লির পাটিয়ালা কোর্টে মামলাটি ওঠে। আদালত প্রথম আম আদমি পার্টির এই নেতাকে বাংলো ছাড়ার নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। এপ্রিল মাসের এই রায়ের পর তিনি দিল্লির পান্ডারা রোডে ৭ ক্যাটেগরির বাংলোতেই বসবাস করছিলেন। কিন্তু, শুক্রবার ফের আদালতে শুনানি হয় এই মামলায়। পাটিয়ালা কোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি বাংলো বরাদ্দ বাতিল হওয়ার পরেও সেটি দখল করে রাখার কোনও অধিকার রাঘব চাড্ডার নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার কি রাঘব চড্ডা ৫ ক্যাটেগরির বাংলোতেই গিয়ে উঠবেন? বিয়ের পরই কি পরিণীতিকে নিয়ে অন্যত্র শিফট করতে হবে আপ সাংসদকে? শুক্রবার আদালত স্পষ্টভাবে জানায়, সাংসদ হওয়ার দরুন বিশেষ অধিকার বসে সরকারি বাংলোতে থাকতে পারেন রাঘব। তা বলে সরকারের তরফে সেই বরাদ্দ বাতিল করার পরও জোর করে কোনও বাংলো দখল করে রাখা যাবে না। উল্লেখ্য, সে বছর অগাস্ট মাসে তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন করেন যাতে তাঁর নামে টাইপ-৭ বাংলো বরাদ্দ করা হয়। সে সময় তাঁর আবেদন মেনে দিল্লির প্যান্ডারা রোডে তাঁকে টাইপ-৭ বাংলোতে থাকার অনুমতি দেওয়া হয়। তবে, রাজ্যসভার হ্যান্ডবুক বলছে প্রথমবারের সাংসদ হিসেবে টাইপ-৬ বাংলোই বরাদ্দ হতে পারে রাঘবের নামে। যে সকল সাংসদরা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন অথবা প্রাক্তন রাজ্যপাল, লোকসভা স্পিকার কিংবা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁরাই কেবলমাত্র টাইপ-৭ বাংলোতে থাকার অনুমতি পান। গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাঘব চড্ডা। আদালতের রায় পাওয়ার পর তিনি বলেন, 'ইচ্ছামতো সরকারি বাসস্থানের বরাদ্দ বাতিল করে দেওয়া হচ্ছে। আমায় কোনও যথাযথ নোটিশ দেওয়া হয়নি। ৭০ বছরে রাজ্যসভার ইতিহাসে এই প্রথম কোনও বর্তমান সাংসদকে তাঁর নামে বরাদ্দ হওয়া সরকারি বাংলো থেকে উৎখাত করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আমি এই বাংলোতে বসবাস করছি। রাজ্যসভার সাংসদ হিসেবে আরও চার বছর মেয়াদ রয়েছে আমার।' BJP সরকারের উপর দোষারোপ করে রাঘব চড্ডা বলেন, 'যা ঘটনা ঘটল, তাতে আমি বলতে বাধ্য হচ্ছি, রাজ্যসভায় নানা বিষয় নিয়ে কেন্দ্রের বিরোধিতা করে আমি সরব হয়েছি। সে কারণেই আমার সঙ্গে এ হেন আচরণ। প্রথমে সাংসদ হিসেবে সাসপেন্ড হওয়া এবং তারপর সরকারি বাংলো ছাড়তে বলা আধতে BJP-র প্রতিহিংসার রাজনীতির প্রতিফলন।' সাংসদ হিসেবে সমস্ত ফ্যাক্টর খতিয়ে দেখেই রাজ্যসভার চেয়ারম্যান তাঁর নামে এই বাংলো বরাদ্দ করেছিলেন বলে দাবি রাঘব চড্ডার। ফলে এই বরাদ্দ বাতিল হওয়ার কোনও যথাযথ কারণ তাঁকে দেখানো হচ্ছে না বলেই দাবি কেজরির দলের এই নেতার। রাঘব চড্ডার কথায়, 'অন্যায়ভাবে আমায় টার্গেট করা হচ্ছে।' ঠিক এমনভাবেই টাইপ-৭ বাংলোতে রয়েছেন প্রথমবারের সাংসদ সুধারংশ ত্রিবেদী (BJP), রাকেশ সিনহা (BJP), রূপা গাঙ্গুলি (BJP) এবং দানিশ আলি (BSP)। এমনই দাবি পরিণীতি চোপড়ার স্বামীর। দিল্লি সার্ভিস বিল নিয়ে পাঁচ সাংসদের স্বাক্ষর নকল করার গুরুতর অভিযোগ রয়েছে আপ সাংসদ রাঘব চড্ডার বিরুদ্ধে। এই অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তাঁকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় গত অগাস্ট মাসে। প্রিভিলেজ কমিটি এই মর্মে তদন্ত করে একটি বিস্তারিত রিপোর্ট জমা করবে।ক্লিক করুন:


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/ybt4qB6
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads