বালিগঞ্জে র‍্যাগিং, প্রশ্নের মুখে ৩ জন https://ift.tt/OuNZ8IH - MAS News bengali

বালিগঞ্জে র‍্যাগিং, প্রশ্নের মুখে ৩ জন https://ift.tt/OuNZ8IH

এই সময়: বালিগঞ্জ সায়েন্স কলেজের হস্টেলে ছাত্রকে র‍্যাগিং ও নিগ্রহের অভিযোগ সংক্রান্ত মামলায় সাফাইকর্মী এবং দু'জন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ। মঙ্গলবার প্রায় তিন ঘণ্টা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসারেরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ ক্যাম্পাসে জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি বিভাগের ছাত্রকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। গত ৭ জুলাই বালিগঞ্জ থানায় র‍্যাগিং-এর অভিযোগ করেন ওই ছাত্র। পরের দিন এফআইআর হয়। ইতিমধ্যেই আলিপুর আদালতে ওই ছাত্রের গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ওই ছাত্রের দাবি, গত চার বছর ধরে হস্টেলে নির্যাতনের শিকার হয়েছেন। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে বার বার অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি ওই ছাত্রের।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/1DvArUp
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads