'খুব চাপ রে ভাই...', অস্ট্রেলিয়াকে হারাতেই বিতর্কিত মন্তব্য অধিনায়ক রোহিতের https://ift.tt/qH5b7hP - MAS News bengali

'খুব চাপ রে ভাই...', অস্ট্রেলিয়াকে হারাতেই বিতর্কিত মন্তব্য অধিনায়ক রোহিতের https://ift.tt/qH5b7hP

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে () কার্যত উড়িয়ে জয়লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল ()। সেইসঙ্গে চার ম্যাচের এই টেস্ট সিরিজে তারা ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। এই সিরিজে রবিচন্দ্রন অশ্বিন এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। ম্যাচ শেষ হওয়ার পর রোহিত শর্মার () একটি ছোট ইন্টারভিউ নেওয়া হয়। সেই ইন্টারভিউয়ের ভিডিয়ো ক্লিপিংস ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। একজন অধিনায়কের মাথার উপর যে কতটা চাপ থাকে, সেটাই খুল্লমখুল্লা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। রোহিত বললেন, 'একজন ক্রিকেট অধিনায়কের মাথার উপরে খুব চাপ থাকে। একদিকে জাদেজা ২৪৯ উইকেটে দাঁড়িয়ে রয়েছে। ও বলছে যে আড়াই উইকেটের মাইলফলক স্পর্শ করবে। আবার অন্যদিকে অশ্বিন ৪ উইকেট নিয়ে বসে রয়েছে। সেও আবার বলছে ৫ উইকেট শিকার করবে। ফলে এই চাপটা আমার মাথার মধ্যে সবসময়ই ছিল। তবে এই অভিজ্ঞতা আমি আগেই করে নিয়েছি।' ভিডিয়োটি ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া এক ইনিংস এবং ১৩২ রানে জয়লাভ করে। টিম ইন্ডিয়ার কাছে এর থেকে ভালো শুরু আর কিছু হতে পারত না। মাত্র একটা সেশনের মধ্যেই কার্যত অস্ট্রেলিয়া তাদের ১০ উইকেট হারিয়ে ফেলে। ভারতে খেলতে এলে যে স্পিনের বিরুদ্ধে লড়াই করতে হবে, সেটাই খুবই স্বাভাবিক। কিন্তু, সেটা মোকাবিলা করাটাও অতটা সহজ নয়, সেটা অস্ট্রেলিয়া হাড়ে হাড়ে টের পেয়েছে। রবীন্দ্র জাদেজার অল রাউন্ড পারফরম্যান্স এবং রোহিত শর্মার শতরান ভারতের জয়ের ভিতটা এমনিতেই মজবুত করে দিয়েছিল। পাশাপাশি অক্ষর প্যাটেলও ব্যাট হাতে যথেষ্ট ভালো 'কারনামা' দেখিয়েছেন। টিম ইন্ডিয়ার হাতে জয়ের জন্য যে পর্যাপ্ত রান ছিল, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে অস্ট্রেলিয়া আর পালটা আক্রমণ শানাতে পারেনি। নিজের শতরান প্রসঙ্গে বললেন, 'হ্যাঁ এই শতরানটা অবশ্যই আমার কাছে যথেষ্ট স্পেশাল। এই সিরিজের শুরু থেকেই আমরা যাতে চ্যাম্পিয়নশিপ টেবিলে টিকে থাকতে পারি, সেটা মাথায় ছিল। ফলে শুরুটা আমাদের ভালো করতেই হত। এমন একটা সিরিজে শুরুটা ভালো করাই অনেক বড় ব্যাপার। তার উপরে দলের জন্য যে আমি পারফরম্যান্স করতে পেরেছি, তাতে আমি আরও বেশি আনন্দিত।'


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/NHen91y
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads