Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/vz2RusQ
‘মেয়ে নয়, এতো ছেলে…’, ভ্যালেন্টাইন্স ডে-র মুখে চরম ধাক্কা প্রেমিকের https://ift.tt/iuULDoO
হায় ভ্যালেন্টাইন! ফোনে হাই-হ্যালো থেকে প্রেম। কিন্তু, চরম ছ্যাঁকা খেতে হল দাসপুরের (Daspur) যুবককে। 'ড্রিম গার্ল' আসলে নারী নয়,পুরুষ! এদিকে ভাঁওতা দিয়ে ততক্ষণে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে সেই 'ছদ্মবেশী' প্রেমিক। আটক হয়েছে সেই ‘চিটিংবাজ’ যুবক। প্রেমিকা ‘কি না কা’?দিন কয়েক আগেই ফেসবুকে দাসপুরের এক যুবকের সঙ্গে আলাপ হয় চন্দ্রকোনার এক মহিলার। প্রথমে হাই-হ্যালো। তারপর ফোন নম্বর আদান প্রদান। দিন কয়েকের মধ্যেই জমে উঠেছিল প্রেম। ফোনে ফোনে প্রেম নিবেদনও সারা হয়। কিন্তু, এর মধ্যেই টাকা প্রয়োজন বলে আবদার করে বসে 'প্রেমিকা'। এদিকে প্রেমে হাবুডুবু খাওয়া দাসপুরের যুবক ধাপে ধাপে প্রেমিকাকে ৯০ হাজার টাকা দেন। কিন্তু, 'সর্বনাশ' হয় প্রেমিকাকে দেখা করতে বলতেই। সেই সময় পুরুষের আওয়াজ শুনতে পেয়েছিলেন দাসপুরের ওই যুবক। এরপর ধীরে ধীরে তাঁর মনে সন্দেহ দানা বাধে। চন্দ্রকোনার ওই প্রেমিকা দাসপুরের প্রেমিককে বলেছিল, তার ফাই ব্রাইডাল মেক আপের কাজ করে। এরপরই বিয়ের কনে সাজানোর নাম করে প্রেমিকার ভাইকে দাসপুরে ডেকে নিয়ে আসে প্রেমিক যুবক। কিন্তু, দিদির কথা বলতে গিয়েই হোঁচট খান চন্দ্রকোনার শঙ্খ মণ্ডল নামে ওই যুবক। এরপর যে কাহিনি প্রকাশ্যে আসে তা হার মানাবে সিনেমাকেও। ওই যুবক জানতে পারে, সুস্মিতা নামে ফেক অ্যাকাউন্ট খুলে শঙ্খই প্রতারণার ফাঁদ পাতে। এমনকী, মেয়েদের গলার স্বর নকল করে ফোনে ওই যুবকই এতদিন দাসপুরের প্রেমিকের সঙ্গে কথা বলেছিল। মোটের উপর আয়ুষ্মান খুরানার '' ছবির দৃশ্যের সঙ্গে অনেকাংশে মিল রয়েছে। প্রথমে শঙ্খর মুখ থেকে এই ধরনের কথা শুনে রীতিমতো ভেঙে পড়েছিলেন দাসপুরের ওই যুবক। এরপরেই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় প্রতারক যুবককে। তবে শঙ্খকে গ্রেফতার করা হয়নি।অভিযোগের উপর ভিত্তি করে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে থানার পুলিশ। কোনও বড় চক্রের সঙ্গে ওই যুবক জড়িত কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগে 'প্রেমিকা'-র থেকে প্রতারিত হয়ে মুষড়ে পড়েছেন দাসপুরের ওই প্রেমিক। ফোনে প্রেম করতে গিয়ে এভাবে প্রতারিত হবে তা তাঁর ভাবনারও বাইরে ছিল। তিনি বলেন, “ও আমাকে ছেলে সেজে ঠকিয়েছে। ৯০ হাজার টাকা আমার থেকে নিয়েছে। অন্যদিকে, গোটা ঘটনার 'নাটের গুরু' শঙ্খ বলেন, "আমার ওর সঙ্গে (দাসপুরের প্রেমিক)-এমনই কথা হয়েছিল।"
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/vz2RusQ
Previous article
Next article

Leave Comments
Post a Comment