ইস্টবেঙ্গলে সলমান খান, সামনে এল দিনক্ষণ https://ift.tt/Xru69f0 - MAS News bengali

ইস্টবেঙ্গলে সলমান খান, সামনে এল দিনক্ষণ https://ift.tt/Xru69f0

কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল কলকাতায় আসবেন বলিউড সুপারস্টার সলমান খান। খবরটা আর জল্পনার পর্যায়ে অবশিষ্ট নেই। সত্যি সত্যিই এবার কলকাতায় আসতে চলেছেন সলমান। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ মে ক্লাবে পা দেবেন ‘‌বজরঙ্গি ভাইজান’‌। তাঁক সঙ্গে বেশ কয়েকজন বলিউডের তারকারও আসার কথা। জমকালো অনুষ্ঠানে অংশ নিতেই ইস্টবেঙ্গল ক্লাবে আসবেন সলমান খান।কলকাতা ময়দানে অবশ্য পা রাখা নতুন নয় সলমান খানের কাছে। এর আগে তিনি মহামেডান ক্লাবেও এসেছিলেন। অংশ নিয়েছিলেন সাদাকালো ক্লাবের এক অনুষ্ঠানে। এবার ইস্টবেঙ্গল ক্লাবে আসছেন এই বলিউডে তারকা। তবে মহমেডানের মতো কোনও ফুটবল সংক্রান্ত অনুষ্ঠানে নয়। শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাব দীর্ঘদিন ধরেই সলমান খানকে নিয়ে আসার চেষ্টা করেছিল। এপ্রিলেই কলকাতায় সলমান খানের একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেই অনুষ্ঠান বাতিল হয়। লাল হলুদ কর্তারা দীর্ঘদিন আগেই শতবর্ষ উদযাপন উপলক্ষে সলমান খানকে নিয়ে আসার চেষ্টা করছিলেন। কিন্তু করোনার জন্য সেটা সম্ভব হয়নি। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের কাছে সলমান খানকে নিয়ে আসার ব্যাপারে প্রস্তাব এসেছে। যদিও সরকারিভাবে এখনও কোনও চিঠি কর্তারা পাননি। তাই এই ব্যাপারে লাল হলুদ কর্তাদের মুখে কুলুপ। তবে সূত্রের খবর অন্যান্য বলিউডি কলাকুশলীদের সঙ্গে ইস্টবেঙ্গল মাঠে পারফর্ম করবেন সলমান খান। ওই অনুষ্ঠানে জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ের মতো অভিনেত্রীদরও আসার কথা। লাল হলুদ মাঠে বলিউড তারকাদের পদার্পণ অবশ্য নতুন নয়। বেশ কয়েক বছর আগে নিজের সিনেমার প্রমোশনে ইস্টবেঙ্গল মাঠে হাজির হয়েছিলেন শাহরুখ খান। এছাড়া আর এক বলিউডি তারকা অক্ষয় কুমারও লাল হলুদ তাঁবুতে হাজির হয়েছিলেন। কলকাতায় এসে শুধুমাত্র অনুষ্ঠানে করবেন না, শোনা যাচ্ছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও নাকি দেখা করবেন। আগামী সোমবার ইস্টবেঙ্গল মাঠ পরিদর্শনে আসতে পারে সলমান খানের নিরাপত্তার দায়িত্বে থাকা দল। তারা নিরাপত্তার বিষয়টি পুরো খতিয়ে দেখেই সলমানের আসার ব্যাপারে সবুজ সংকেত দেবে। কলকাতা পুলিশের সঙ্গেও কথা বলবে সলমানের নিরাপত্তার দায়িত্ব থাকা দল। বেশ কিছুদিন আগে সলমান খানকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁর আগের অনুষ্ঠানটি বাতিল হয়ে গিয়েছিল। তবে মনে করা হচ্ছে তাঁর নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় জটিলতা কেটে যাবে। অনুষ্ঠানের আগের দিনই সঙ্গী–সাথীদের নিয়ে কলকাতায় চলে আসার কথা সলমান খানের।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/g6qaueb
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads