অবশেষে শুরু হচ্ছে কুলিয়া সেতুর কাজ, কষ্ট লাঘব দ্বীপাঞ্চলের বাসিন্দাদের https://ift.tt/FJ8xqRv - MAS News bengali

অবশেষে শুরু হচ্ছে কুলিয়া সেতুর কাজ, কষ্ট লাঘব দ্বীপাঞ্চলের বাসিন্দাদের https://ift.tt/FJ8xqRv

West Bengal News : অবশেষে হাওড়া জেলার দীপাঞ্চল ভাটোরা, ঘোড়াবেড়িয়া, চিৎনান গ্রামের বাসিন্দাদের যাতায়াতের কষ্ট লাঘব হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলান্যাসের দেড় মাসের মধ্যেই মুণ্ডেশ্বরী নদীর উপরে কুলিয়া সেতুর কাজ শুরু হতে চলেছে। আগামী শনিবার সকালে সেতুর কাজের আনু্ষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী পুলক রায়। ইতিমধ্যে সেতু তৈরির বিভিন্ন উপকরণ এলাকায় পৌঁছতে শুরু করেছে। প্রশাসন সূত্রে খবর, ১৬৫ মিটার লম্বা ও ১০ মিটার চওড়া সেতুটি নির্মাণ করতে ব্যায় হবে ২৬ কোটি টাকা। সেতুটি নির্মান ছাড়াও ভাটোরার দিকে ২৩০ মিটার এবং কুলিয়ার দিকে ২৩৫ মিটার অ্যাপ্রোচ রোড নির্মাণ করা হবে। ইতিমধ্যে সেতু ও অ্যাপ্রোচ রোড নির্মাণের জন্য জমি দাতাদের কাছ থেকে ৩ কোটি টাকার জমি কেনা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ হবে বলে প্রশাসন সূত্রে খবর। হাওড়া জেলার দীপাঞ্চল ভাটোরা, ঘোড়াবেড়িয়া, চিৎনান গ্রাম পঞ্চায়েতে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস। বাম আমলে জেলার প্রত্যন্ত এই দীপাঞ্চলের সঙ্গে মূল ভূখন্ডের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা ছিল নৌকা। তবে এই নৌকায় পারাপার করতেও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হত। বিশেষ করে বর্ষাকালে। দীর্ঘদিন বাদে সেতু নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। মানুষের দুর্ভোগ কমাতে বাম আমলে নদীর উপরে একটি ঢালাই সেতুর পরিকল্পনা করার পর তিনবার সেতুর শিল্যান্যাস করা হয়। যদিও দিপাঞ্চলের মানুষের ভাগ্যে ঢালাই সেতু জোটেনি। পরবর্তী সময়ে দীপাঞ্চলের মানুষের সুবিদার্থে নদীর উপর ৫৪০ ফুটের একটি বাঁশের সেতু নির্মাণ করা হয়। যদিও এই বাঁশের সেতুও একাধিকবার ভেঙে যায়। অবশেষে দীপাঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগ কাটাতে উদ্যোগ নেন । গত ৯ ফেব্রুয়ারি পাঁচলার সরকারি পরিষেবা মঞ্চ থেকে কুলিয়া সেতুর শিল্যান্যাস করেন। আর আগামী শনিবার রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়ের হাত দিয়ে সেতুর কাজ শুরু হবে। মন্ত্রী পুলক রায় বলেন, "বাম আমলে শুধু প্রতিশ্রুতির বন্যা ছিল। তিনবার সেতুর শিল্যান্যাস করে দীপাঞ্চলের মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল। আমরা নির্বাচনের আগে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি রক্ষা করলাম।" আগে এই সেতু নির্মাণের কাজ শাসক দলের দিকে জন সমর্থন ঘোরাতে অনেকটাই সাহায্য করবে বলছে ওয়াকিবহাল মহল।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/pZYDaqv
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads