অভাবের সঙ্গে লড়েই TET-এ তৃতীয় পূর্ব মেদিনীপুরের বিকাশ https://ift.tt/3ZM1O5L - MAS News bengali

অভাবের সঙ্গে লড়েই TET-এ তৃতীয় পূর্ব মেদিনীপুরের বিকাশ https://ift.tt/3ZM1O5L

শিক্ষায় দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, সেই সময় প্রকাশিত হয়েছে প্রাথমিকে নতুন করে শিক্ষক নিয়োগের ফল। এবারের ফলাফলে প্রথম দশে রয়েছে মেদিনীপুর জেলার বেশ কয়েকজন। দ্বিতীয় ও তৃতীয় স্থান রয়েছেন মেদিনীপুরের ৩ পরীক্ষার্থী। গত ডিসেম্বর হওয়া প্রাথমিক টেটের ফল প্রকাশিত হয় শুক্রবার। প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিং। দ্বিতীয় স্থানে রয়েছেন ৫ জন। এর মধ্যে ১৫০ এর মধ্যে ১৩২ নম্বর পেয়ে দ্বিতীয়স্থান অর্জন করেছেন পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী ও দীপিকা রায়। তৃতীয় হয়েছেন ৪ জন। এঁদের মধ্যে ১৩১ নম্বর পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি- ১ ব্লকের আলাইচকের বাসিন্দা বিকাশ ভক্তা। ফলাফল প্রকাশের পর এখন খুশির হাওয়া ভক্তা পরিবারে। খুশি বিকাশও। পরীক্ষা ভালো হলেও তৃতীয় স্থান যে পাবেন, তা কখনো ভাবেননি বলে জানিয়েছেন। প্রান্তিক কৃষক পরিবারের ছেলে তিনি। ইংরেজি স্নাতক বিকাশ ছোটবেলা থেকে দারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। চাকরিপ্রার্থীদের আন্দোলনের জেরেই এবারের TETপরীক্ষায় স্বচ্ছতা এসেছে বলে মত বিকাশের। তাঁর মতে, লড়াই করেই অধিকার ছিনিয়ে নিতে হয়। তাঁর এই সাফল্যে বিগত দিনের লড়াইয়ের ফসল বলে দাবি করছেন। গত বছর ১১ ডিসেম্বর প্রাথমিক র পরীক্ষা হয়। ফল ঘোষণা করা হয় গত ৯ ফেব্রুয়ারি। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৬ লক্ষ ২০ হাজার। পরীক্ষা হয়েছিল ১৫০ নম্বরে। পর্ষদ জানিয়ে দিয়েছিল, ৬০ শতাংশ নম্বর পেলে পরীক্ষার্থীদের TET পাশের সার্টিফিকেট দেওয়া হবে। সেই নিয়ম অনুযায়ী টেটে পাশ করছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। শতাংশের নিরিখে ২৪.৩১। মহিলা পরীক্ষার্থী পাশের সংখ্যা ৬৯ হাজার ৪০৮ জন বা ৪৬.১২ শতাংশ। ৮১ হাজার ৭৭ জন পুরুশ পরীক্ষার্থী পাশ করেছেন, যা শতাংশের হিবেসে ৫৩.৮৭। প্রথম দশে রয়েছেন ১৭৭ জন পরীক্ষার্থী। এবারের TETপরীক্ষায় স্বচ্ছতা আনতে প্রথম থেকে সচেষ্ট ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ ব্যাপারে আপোস করা হবে না বলেও জানিয়ে দিয়েছিল তারা। স্বচ্ছতার জন্য উত্তরপত্রের একটি প্রতিলিপিও দেওয়া হয়। প্রসঙ্গত, পরীক্ষার সময় ছাপার ভুলের জন্য চারটি প্রশ্ন নিয়ে অভিযোগ ওঠে। ভুলের অভিযোগ মেনেও নেই পর্ষদ। তবে, প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা হলে, নম্বর দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/X6NzEWM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads