মাটি জমিয়ে 'বরফ' করে কাজ মেট্রোয় https://ift.tt/gOpPuqH - MAS News bengali

মাটি জমিয়ে 'বরফ' করে কাজ মেট্রোয় https://ift.tt/gOpPuqH

এই সময়: ধস আটকাতে মাটিকে জমিয়ে বরফের মতো করে ওয়েলিংটন স্কোয়ারের মাটির নীচে কাজ এগোবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর। পদ্ধতিটা বহু পুরোনো। তবে তার প্রয়োগ এখন অনেকটা কমেছে। কিন্তু পুরোনো চাল ভাতে বাড়ার প্রবাদ তো আর পুরোনো হয় না! তাই, ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণকাজে ওয়েলিংটন স্কোয়ারে মাটির নীচের সুড়ঙ্গে ধস আটকাতে ১৬০ বছরের বেশি প্রাচীন ওই পদ্ধতির প্রয়োগই এ বার করা হচ্ছে। পদ্ধতির নাম গ্রাউন্ড ফ্রিজ়িং বা সয়েল ফ্রস্টিং। সোজা কথায়, মাটিকে জমিয়ে বরফের মতো করে তোলা। খনির গভীর থেকে আকরিক তোলার সময়ে ইউরোপের বিভিন্ন দেশের প্রযুক্তিবিদরা এমন পদ্ধতির প্রয়োগ করতেন। বিশেষ করে, যে সব জায়গার মাটিতে বালির উপাদান খুব বেশি, সেই সব জায়গায় এমন পদ্ধতির প্রয়োগ করা হয়। গ্রাউন্ড ফ্রিজ়িং পদ্ধতিতে কৃত্রিম উপায়ে মাটির তাপমাত্রা হিমাঙ্কের অনেকটা নীচে নামিয়ে এনে মাটির কণাগুলোর মধ্যেকার ছিদ্রকে কার্যত জমিয়ে বরফ করে দেওয়া হয়। এর ফলে মাটি ধসে পড়ে না।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বউবাজার এলাকার মাটিতে বালির পরিমাণ প্রায় ৯০ শতাংশ। সেই জন্য ওই এলাকার মাটি সছিদ্র এবং তার ফলে সামান্য এ দিক-ও দিক হলেই মাটিতে ধস নামে। ২০১৯-এর অগস্ট থেকে এ পর্যন্ত পর পর তিন বার ওই এলাকায় ধস নেমে কাজে বড় রকমের বিপর্যয় ঘটেছে। সুড়ঙ্গে যাতে যাত্রীদের শ্বাস নিতে সমস্যা না-হয়, সেই জন্য ক্রমাগত হাওয়া পাম্প করার ভেন্টিলেশন শাফ্‌ট তৈরির পরিকল্পনা হয়েছিল ওয়েলিংটন স্কোয়ারে। একই সঙ্গে আপৎকালীন পরিস্থিতিতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ থেকে যাত্রীদের বাইরে বার করে আনতে নির্দিষ্ট দূরত্ব অন্তর একটি করে মাইক্রোটানেল তৈরির নকশাও করা হয়েছিল। পরিকল্পনা ছিল, ওয়েলিংটন স্কোয়ারের ভেন্টিলেশন শাফ্‌টে এসে মিশবে একটি মাইক্রোটানেলও। কিন্তু শাফ্‌ট তৈরির কাজ যখন প্রায় শেষের মুখে, সেই সময়েই সুড়ঙ্গ নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থা আইটি-আইটিডি সেমের যৌথ উদ্যোগের প্রযুক্তিবিদরা ধসের আশঙ্কায় বেঁকে বসেন। তাঁরা ওয়েলিংটন স্কোয়ারে কাজ বন্ধ রেখে নতুন কোনও 'শক্ত মাটির' জায়গার খোঁজ শুরু করেন। কিন্তু এতটা সময় ও এত অর্থ খরচের পর নতুন জায়গায় নতুন করে কাজ শুরুর প্রস্তাব মেনে নেয়নি কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)।ফলে, ওয়েলিংটন স্কোয়ারেই গ্রাউন্ড ফ্রিজ়িং পদ্ধতির প্রয়োগ করার ভাবনা শুরু হয়। প্রযুক্তিবিদরা জানাচ্ছেন, এই পদ্ধতিতে মাটির নীচে নির্দিষ্ট জায়গায় তরল নাইট্রোজেন পাম্প করা হবে। তরল নাইট্রোজেনের তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রির কাছাকাছি। ওই তাপমাত্রায় মাটির গভীরে নির্দিষ্ট অংশ জমে কঠিন হবে। নামবে না, জলও ঢুকতে পারবে না। ইতিমধ্যেই এই বিষয়ে নরওয়ের একটি বিশেষজ্ঞ সংস্থার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে নির্মাতা ঠিকাদার সংস্থার।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/5Uqftej
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads