Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/irl0f4O
বিগ বস ১৬-র বিজেতা এমসি স্ট্যান, জিতলেন কত লাখ? https://ift.tt/JQWEp6n
অবশেষে অপেক্ষার অবসান। চার মাসের সফর শেষ হল রবিবার। বিগ বস ১৬-র গ্র্যান্ড ফিনালে ছিল এদিন। টপ ফাইভে পৌঁছেছিলেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, শালিন ভানোট, অর্চনা গৌতম, এবং শিব ঠাকরে। পাঁচ ফাইনালিস্টের মধ্যে চার মাস ধরে দারুণ টক্কর চলেছে। শেষ রাতে বাজিমাত করলেন জনপ্রিয় ব়্যাপার এমসি স্ট্যান। Bigg Boss 16-র শানদার ট্রফি জেতেন তিনি। পাশাপাশি, ৩১ লাখ ৮০ হাজার টাকা নগদ পুরষ্কার এবং একটি নতুন গাড়ি জেতেন সংগীত শিল্পী। প্রথম থেকেই বাড়ির কথা মনে পড়ছিল MC Stan-এর। এই চার মাস নিজের প্রেমিকার জন্যও মন কেমন করেছে তাঁর। অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে বেশ সমস্যা হয়েছিল এমসি স্ট্যানের। শোর একটা পর্যায়ে তিনি হাউজ থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। কিন্তু, শোর সঞ্চালক সলমান খান এবং বিগ বস তাঁকে উৎসাহ জুগিয়েছিলেন। বুবার টিশার্ট পাঠিয়েছিলেন তাঁরা। অবশেষে রিয়্যালিটি শোটি জিতে নিজেকে প্রমাণ করলেন ব়্যাপার।-র সবচেয়ে 'রিয়েল' প্রতিযোগী ছিলেন এমসি স্ট্যান। সবাই নিজের নীতি পালটেছেন। ৩৬০ ডিগ্রি ঘুরে অন্য কথা বলতে দ্বিধা করেননি। তবে এমসি স্ট্যান কিন্তু প্রথম থেকে শুধুমাত্র সত্যি কথা বলেছেন। কখনও আদর্শ থেকে এক চুল নড়েননি তিনি। নিজের মত জাহির করতে পিছপা হননি এই সেলেব। স্পষ্ট করে কথা বলেছেন প্রথম থেকে। প্রয়োজনে বন্ধুদের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছেন। শিব এবং সাজিদ খান যখন হাউজে রাজনীতি করছিলেন, সেই সময় বিষয়টি প্রকাশ্যে আনেন এমসি স্ট্যান। শালিনের সঙ্গেও ঝগড়ায় জড়িয়েছেন তিনি। সোজাসাপটা কথা বলে গিয়েছেন শুরু থেকেই। আর এই গুণই হয়ত মনে ধরেছিল বিগ বস ভক্তদের। সেই কারণে সবচেয়ে বেশি ভোট পেয়ে রিয়্যালিটি শো জিততে সক্ষম হয়েছেন তিনি।ফাইনাল এপিসোডে এমসি স্ট্যানের প্রেমিকা বুবা ওরফে আনম শেখ তাঁকে ফোন করেছিলেন। স্ট্যান পছন্দ করার কথা বলায় বুবা রেগে গিয়েছিলেন। যদিও শান্ত মাথায় প্রেমিকার ভুল ভাঙিয়ে দেন ব়্যাপার। শেষে বুবা তাঁকে বলেন, "শো জিতে তারপর বাড়ি ফিরবে।" সলমান রসিকতা করে বলেন, "এবার তো জিতেই ফিরতে হবে। নয়ত বাড়িতে ঢুকতে দেবে না তো!" শেষে প্রেমিকার মান রাখতে সক্ষম হয়েছেন জনপ্রিয় এই সংগীত শিল্পী।উল্লেখ্য, এদিন সবার আগে শো থেকে এলিমিনেট হয়েছিলেন । তারপর অর্চনা গৌতম শো থেকে বাদ পড়েন। প্রিয়াঙ্কা চাহার চৌধুরী টপ ৩-তে পৌঁছেও ছিটকে যান। শেষ যুদ্ধ হয় শিব ঠাকরে এবং এমসি স্ট্যানের মধ্যে। অবশেষে সেরার শিরোপা জেতেন ব়্যাপার।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/irl0f4O
Previous article
Next article

Leave Comments
Post a Comment