অশান্তি শেষ, দোলের বুকিং শুরু সিকিমে https://ift.tt/dmcRSF2 - MAS News bengali

অশান্তি শেষ, দোলের বুকিং শুরু সিকিমে https://ift.tt/dmcRSF2

এই সময়, শিলিগুড়ি: সামনে দোল। জানুয়ারি-ফেব্রুয়ারির কনকনে শীত থেকে গা ঝাড়া দিয়ে ফের জেগে উঠছে উত্তরবঙ্গ ও ()। অশান্তির আবহ শেষ হওয়ায় শুরু হয়েছে দোলের বুকিং। পরিস্থিতি এমনই যে, কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী রাতের ট্রেনে ফের ঠাঁই নেই দশা। দার্জিলিং মেল, পদাতিক, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা-সবেতেই এক পরিস্থিতি। ১৫ মার্চ পর্যন্ত টিকিটের হাহাকার। একই অবস্থা বিমানেরও। লাফিয়ে লাফিয়ে বাড়ছে টিকিটের দাম। এমনিতে উত্তরবঙ্গে পর্যটন মরসুম শুরু হয় পয়লা বৈশাখের পর থেকে। তার আগে দুই কারণে ভিড় হয়। প্রথমত, দোলের ছুটি, তাছাড়া মার্চ-এপ্রিল রডোড্রেনডন ফুল ফোটার মরসুম। এই পাহাড়ি ফুল ফোটার সময়ে সিকিমের নানা এলাকা একেবারে লালে লাল হয়ে যায়। বহু পর্যটক স্রেফ রডোড্রেনড্রন ফুল দেখতেই সিকিমে বেড়াতে আসেন। এ বার সিকিম অশান্ত হওয়ায় পর্যটন ব্যবসায়ী মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। আদৌ এই মরসুমে পর্যটক আসবে তো?সুপ্রিম কোর্টের (Supreme Court) একটি পর্যবেক্ষণকে ঘিরে অশান্তির পরিবেশ সৃষ্টি হয় (Sikkim)। পরে আদালত সেই মন্তব্য প্রত্যাহারে সম্মত হওয়ায় সিকিমে শান্তি ফিরেছে। তার প্রভাব স্পষ্ট হোটেল বুকিংয়েও। উৎসাহী পর্যটন ব্যবসায়ীরাও দোল উপলক্ষে নানা পরিকল্পনা নিচ্ছেন। খাওয়া-দাওয়া থেকে বেড়ানোর নানা পরিকল্পনা চলছে। সিকিমের পর্যটন বিষয়ক পরামর্শদাতা তথা অ্যাসোসিয়েশন অফ কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের সভাপতি রাজ বসু বলেন, 'সিকিমে শান্তি ফেরায় পর্যটক মহলে ফের উত্তরবঙ্গ ও সিকিমকে ঘিরে উৎসাহ সৃষ্টি হয়েছে। বুকিংয়েও তার প্রভাব মিলছে। সেই কারণেই দোল উৎসবকে ঘিরে নানা পরিকল্পনা চলছে।' একই সঙ্গে আগামী মরসুমের প্রস্তুতিও শুরু হয়েছে।হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, 'গত বছর প্রচুর পর্যটক উত্তরবঙ্গ ও সিকিমে বেড়াতে এসেছিলেন। নানা সমস্যাতেও পড়তে হয়েছিল তাঁদের। সেই অভিজ্ঞতার নিরিখেই এ বার আগে থেকে প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে কিছু প্রস্তাব রাখা হবে যাতে পর্যটকদের হেনস্থা কমানো যায়।' মূলত দু'টি ক্ষেত্রে এ বার বিশেষ জোর দিতে চান। একটি হলো, বিমানের টিকিটের দাম নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপ। পর্যটন মরসুমেও যাতে টিকিটের দামে নিয়ন্ত্রণ রাখা যায়, সে কথা মাথায় রেখে রাজ্য সরকারকে হস্তক্ষেপের আর্জি জানানো হবে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদকের কথায়, 'এখনই মুম্বই থেকে বাগডোগরা বিমানে যাতায়াতের খরচ প্রায় ৪৫ হাজার টাকা। এই খরচ পর্যটন মরসুমে বেড়ে যাওয়ার সম্ভাবনা। অথচ, প্রায় সমস্ত বিমান ভর্তুকিহীন জ্বালানি ভরতে আসে। টিকিটের দামে তার কোনও প্রভাব নেই। দ্বিতীয় সমস্যাটি হলো, নিউ জলপাইগুড়ি স্টেশনে গাড়ি ভাড়া করতে গিয়ে পর্যটকদের হেনস্থার শিকার হওয়া। গত বছর এমন ঘটনা বেশ কয়েকটি ঘটেছে। এ বার তাই আগে থেকেই পুলিশের হস্তক্ষেপ চাওয়া হবে যাতে কোনও পর্যটককে হেনস্থার শিকার হতে না-হয়।'


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/hpawGgQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads