বন্ধ এলিট সিনেমা হলে জুতোর শোরুম? আপত্তি লালবাজারের https://ift.tt/5pzKbth - MAS News bengali

বন্ধ এলিট সিনেমা হলে জুতোর শোরুম? আপত্তি লালবাজারের https://ift.tt/5pzKbth

এই সময়: কলকাতার ধর্মতলায় (Kolkata ) ঐতিহ্যবাহী এলিট সিনেমা হলের (Cinema Hall) ঝাঁপ বন্ধ হয়েছিল আগেই। এ বার সেই বন্ধ বিল্ডিংয়ে একটি নামকরা জুতো প্রস্তুককারক সংস্থার শোরুম খোলার জন্যে কলকাতা পুরসভায় () প্রস্তাব জমা পড়ল। যদিও তা নিয়ে আপত্তি তুলেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। তাদের বক্তব্য, এলিট সিনেমা হলে () জুতোর শোরুম চালু হলে ব্যস্ত এসএন ব্যানার্জি রোডে গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটবে। তাই আবার নতুন করে নকশা জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সংস্থাকে। দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর আগে ১৯৪০-র ২ অগস্ট এলিট সিনেমা চালু হয়। এক সময় এর মালিক ছিল টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স এবং বোর্ন অ্যান্ড শেফার্ড কোম্পানি। শুরুতে এখানে বলরুম ড্যান্স ক্লাব ছিল। পরে সেটা সিনেমা হলে পরিবর্তিত হয়। বলিউড ও হলিউডের বহু বিখ্যাত সিনেমা প্রদর্শিত হয়েছে এলিটে। এখানেই একটানা চার বছর চলেছিল 'শোলে'। তার সবক'টি শো'ই ছিল হাউসফুল। এই হলেই শহরের দর্শকরা প্রথম থ্রি-ডি সিনেমা দেখার সুযোগ পেয়েছিলেন। দর্শকাসন ছিল ২২২৮টি। জন্যে বিদেশ থেকে যন্ত্রপাতিও আনা হয়েছিল এক সময়ে। কিন্তু সময়ের সঙ্গে তাল মেলাতে না পারায় একটা সময়ের পর হলটি লোকসানে চলতে শুরু করে। বিপুল আর্থিক লোকসানের কারণে শেষ পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। প্রায় ৩৬ কোটি টাকায় এলিটা সিনেমা হল কিনে নেয় নামকরা জুতো প্রস্তুতকারক সংস্থা। ধর্মতলা চত্বরেই তাদের জুতোর বিশাল শোরুম রয়েছে। সংস্কার করে আরও একটি শোরুম খুলতে চাইছে তারা। সেই মতো পুরসভার বিল্ডিং বিভাগে তারা নকশা জমা দিয়েছে। পুরসভা সূত্রের খবর, এলিট সিনেমা হলে মোট তিনটি তলা। উচ্চতা ১৭.৪ মিটার। ফ্লোর এরিয়া ২৮৩০ বর্গমিটার। পুরনো যে সিনেমা হল ছিল, সেটাকেই কিছুটা অবদলবদল করে জুতোর শোরুম তৈরি হবে। পুরসভার বিল্ডিং বিভাগের এক আধিকারিক জানান, কলকাতা শহরে যে কোনও বড় নির্মাণের ক্ষেত্রে মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি থেকে নকশা পাশ করাতে হয়। সেখানে কলকাতা পুরসভার ইঞ্জনিয়াররা ছাড়াও , দমকল এবং পরিবেশ দপ্তরের আধিকারিকরা থাকেন। এলিট সিনেমা হলের একদম গা ঘেঁষে গিয়েছে এসএন ব্যানার্জি রোড। এটি শহরের অন্যতম ব্যস্ত রাস্তা। ধর্মতলায় যত মিছিল হয়, এই রাস্তা দিয়েই যায়। পাশে কোনও বড় জুতোর শোরুম খুললে যানবাহনের গতি থমকে যাবে। তার জন্যে বিকল্প রাস্তা বের করতে বলেছে পুলিশ। সেই মতো নতুন করে নকশা জমা দেবে জুতো প্রস্তুতকারক সংস্থা। সব দিক খতিয়ে দেখে পুরসভা চূড়ান্ত অনুমোদন দেবে।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/xzWF4EG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads