মাছ থেকে সবজি, কলকাতার বাজারে সস্তায় মিলছে কী কী? https://ift.tt/UyithA0 - MAS News bengali

মাছ থেকে সবজি, কলকাতার বাজারে সস্তায় মিলছে কী কী? https://ift.tt/UyithA0

Kolkata Market Price: শীত যত কমতে শুরু করেছে ততই দাম চড়ছে সবজি বাজারে। একাধিক সবজির দাম আগের মাসের তুলনায় বেশ কিছুটা বেড়ে গিয়েছে। শীতের মরশুমের অন্যতম প্রধান ফসল ফুলকপি, বাঁধাকপির দামও বেড়ে গিয়েছে। তবে মন্দের ভালো হিসেবে দাম এখনও মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে যায়নি। বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া আলুর দাম রয়েছে 15 টাকা কেজির নিচে। যদিও চন্দ্রমুখী আলুর দাম রয়েছে বেশ কিছুটা বেশিই।সাধারণ মানুষ সবজি বাজার থেকে সস্তায় কিনছেন টমেটো, ওলকপি, বাঁধাকপি, বিট ফুলকপি, গাজরের মতো সবজি। বছরের অন্য মরশুমের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, ক্যাপসিকামের দামও অপেক্ষাকৃত কম রয়েছে। অন্যদিকে, যদি মাছ বাজারের দিকে দেখা হয়, সেক্ষেত্রে রুই ও ছোট মাছ ছাড়া অন্য সব মাছের দামই আকাশছোঁয়া। মাছ বাজারে সস্তায় কেনা যাচ্ছে, রুই, লাইলনটিকা, বাটা, রুইয়ের পোনা, লোটে ইত্যাদি মাছগুলি। অন্যদিকে ডিমের দামও রয়েছে আগুন। এবার দেখে নেওয়া যাক আজ বাজারে কোন সবজি ও মাছের দাম কত রয়েছে। প্রথমেই দেখে নেওয়া যাক সবজি বাজারের সবজির দামের দিকে। প্রতি পিস ফুলকপির দাম রয়েছে 10 টাকা, বাঁধাকপির দাম রয়েছে 15 টাকা। একমাস আগেও এই দু'ধরনের সবজির দাম ছিল প্রায় অর্ধেক। তবে ঠান্ডা কমতেই বাড়ছে সবজির দাম কমতে শুরু করেছে। ওলকপির দাম 10 টাকা পার করেছে। তবে কুমড়ো, বেগুন এখনও মিলছে 30 টাকা কেজিতে। কিছুটা দাম বেড়ে টমেটো এখন 40 টাকা কেজি। সবুজ ক্যাপসিকামও মিলছে 40 টাকা কেজিতে। অন্যদিকে, মাছ-বাজারে সস্তায় কেনা যেতে পারে রুই। গোটা রুই শহরতলিতে কেজি প্রতি রয়েছে 160 টাকা। মূল কলকাতায় এই দাম রয়েছে 190 টাকা। যদি কাটা রুই মাছ নেওয়া হয়, সেক্ষেত্রে শহরে 210 টাকা দিতে হতে পারে। কাতলা মাছ আবার অমেকটা দামি। 350-370 টাকা কেজি থেকে শুরু হচ্ছে কাতলার দর। সস্তায় কেনা যেতে পারে লোটে মাছও। লোটে মাছের দাম রয়েছে প্রতি কেজিতে 120 টাকা। অন্যদিকে চিকেনের দর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও মাটন কেনা হয়ে গিয়েছে বিলাসিতার পর্যায়ে। 700 টাকা থেকে শুরু হয়ে 760 টাকাতেও বিক্রি হচ্ছে। তুলনামূলক ভাবে সস্তা চিকেনের দর রয়েছে 170 টাকা থেকে 190 টাকা।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/dW7CeNY
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads