ঋষভ পন্থের পরিবর্তে কে হবেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক? https://ift.tt/6kJXCa2 - MAS News bengali

ঋষভ পন্থের পরিবর্তে কে হবেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক? https://ift.tt/6kJXCa2

গত শুক্রবার মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। এই দুর্ঘটনায় তাঁর মাথা, হাঁটু এবং লিগামেন্ট পেশিতে মারাত্মক চোট লেগেছে। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন যে আগামী ৬ মাসের মধ্যে তিনি আর কোনওভাবেই মাঠে ফিরতে পারবেন না। ফলে একটা ব্যাপার ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে যে ঋষভ চলতি বছর IPL টুর্নামেন্ট আর খেলতে পারবেন না। এবার প্রশ্ন হল, তিনি যেহেতু এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন, এই চোটের পর তিনি আর অধিনায়কত্ব করতে পারবেন না। শোনা যাচ্ছে, ডিসি নাকি ইতিমধ্যেই নাকি দলের নয়া অধিনায়ক খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আসুন তাহলে গোটা ব্যাপারটা আরেকটু বিশদে জেনে নেওয়া যাক। শুক্রবার উত্তরাখণ্ডের রুরকির কাছে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক চোট পেয়েছেন ঋষভ পন্থ। এই পরিস্থিতিতে আগামী ৬ মাঠে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন কোনওভাবেই সম্ভব নয়। কিংবা তার থেকেও বেশি সময় লাগতে পারে। এদিকে মার্চের শেষ সপ্তাহ থেকেই আইপিএল টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। আপাতত যা পরিস্থিতি, তাতে মনে হচ্ছে না যে পন্থ চলতি বছর আইপিএল টুর্নামেন্ট খেলতে পারবেন। এবার তাঁর জায়গায় দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের দায়িত্বে কে আসেন, সেটাই আপাতত দেখার। তবে এই দলে কয়েকজন এমন ক্রিকেটার রয়েছেন, যাঁরা অনায়াসেই নেতৃত্ব দিতে পারেন। এই তালিকায় সবার উপরে নাম রয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার। ইতিপূর্বে তিনি ২০২৩ IPL টুর্নামেন্টে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন। ফলে সেই অভিজ্ঞতাটা দিল্লি ক্যাপিটালস কাজে লাগাতে চাইবে। দিল্লি ক্যাপিটালসের গোটা দল : (অধিনায়ক), মণীশ পাণ্ডে, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, ফিল সল্ট, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিশেল মার্শ, সরফরাজ আহমেদ, কেএস ভরত (উইকেটকিপার), মনদীপ সিং, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, এনরিচ নোর্খিয়া, কমলেশ নাগরাকোটি, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিকা, খলিল আহমেদ, অশ্বিন হেব্বর, রিপল প্যাটেল, যশ ধূল, ভিকি অশওয়াল, লুঙ্গি এনগিডি, টিম সেইফার্ট (উইকেটকিপার), প্রবীণ দুবে, রোভম্যান পাওয়েল এবং ললিত যাদব।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/5iYEKwh
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads