মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ঋষভ? বিস্ফোরক মন্তব্য পুলিশের https://ift.tt/cmM9Eu2 - MAS News bengali

মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ঋষভ? বিস্ফোরক মন্তব্য পুলিশের https://ift.tt/cmM9Eu2

শুক্রবার (৩০ ডিসেম্বর) গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন ঋষভ পন্থ। তাঁর মাথা পিঠ এবং পা মারাত্মকভাবে জখম হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই দুর্ঘটনার বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে। আর সেইসঙ্গে দেশের নেট নাগরিকরা এই দুর্ঘটনার বিভিন্ন কারণ জল্পনা করতে শুরু করেছেন। তবে সবথেকে বেশি যে জল্পনাটি উঠে আসতে শুরু করেছে, তা হল যে নাকি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এই ব্যাপারে উত্তরাখণ্ড পুলিশ অবশেষে বিবৃতি দিল। উত্তরাখণ্ড পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ একেবারেই জোরে গাড়ি চালাচ্ছিলেন না কিংবা তিনি একেবারেই মদ্যপ অবস্থায় ছিলেন না। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, 'আমরা ৮-১০টি স্পিড ক্যামেরা দিয়ে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করেছিল। যদি উনি মদ্যপ অবস্থাতেই গাড়ি চালাতেন, দিল্লি থেকে কীভাবে ২০০ কিলোমিটার আসতেন। এত লম্বা যাত্রাপথে কোনও দুর্ঘটনা হল না? চিকিৎসকেরাও জানিয়ে দিয়েছেন যে ঋষভ একেবারেই স্বাভাবিক অবস্থায় ছিলেন।' ইতিপূর্বে উত্তরাখণ্ড পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে গাড়ি চালাতে গিয়ে পন্থ নাকি ঘুমিয়ে পড়েছিলেন। সেকারণেই দিল্লি-দেরাদুন হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এই দাবিকে নেহাতই ভুয়ো বলে দাবি করেছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। DDCA ডিরেক্টর শ্যাম শর্মা বললেন যে রাস্তার মধ্যে নাকি বড় বড় গর্ত ছিল। সেই গর্ত এড়াতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। পন্থ নাকি তাঁকে এও জানিয়েছেন যে রাস্তার গর্ত থেকে তিনি নিজের গাড়ি বাঁচাতে গিয়েছিলেন। যদিও পন্থ নিজে জানিয়েছিলেন যে তিনি গাড়ি চালাতে চালাতেই ঘুমিয়ে পড়েন। আর সেকারণেই আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। রাস্তার ডিভাইডারে গাড়ি ধাক্কা মারে। ৩০ তারিখ ভোর সাড়ে পাঁচটার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় তাঁর অবস্থা স্থিতিশীল। বর্তমানে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। চোটের কী অবস্থা জানতে আজই তাঁর MRI রিপোর্ট হল। দুর্ঘটনার পর তাঁর অবস্থা কী তা জানতে MRI পরীক্ষা করা হয়। তাঁর মস্তিষ্ক ও শিরদাঁড়ার MRI রিপোর্ট করা হয়। এছাড়াও তাঁর প্লাস্টিক সার্জারি করা শুরু হয়েছে। আপাতত তাঁর মুখের প্লাস্টিক সার্জারি করা হয়েছে। দুর্ঘটনার পর তাঁর মুখ রক্তে ভেজা ছিল।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/uxLyq4J
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads