শ্রীলঙ্কা সিরিজের আগেই অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হার্দিক পান্ডিয়ার! https://ift.tt/ngGdoTY - MAS News bengali

শ্রীলঙ্কা সিরিজের আগেই অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হার্দিক পান্ডিয়ার! https://ift.tt/ngGdoTY

আগামী মঙ্গলবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ ( T20 Series) খেলবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন ()। তবে এই সিরিজ শুরু হওয়ার আগেই হার্দিক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। হার্দিকের সঙ্গে তাঁর দাদা ক্রুনাল পান্ডিয়াও উপস্থিত ছিলেন। এই সাক্ষাতের পর গুজরাট টাইটান্স দলের অধিনায়ক নিজেই টুইট করে অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন। আসলে রোহিত শর্মা এখনও পর্যন্ত আঙুল চোট সারিয়ে উঠতে পারেননি। এদিকে বিয়ের জন্যও ছুটি নিয়েছেন কেএল রাহুল। আর সেকারণেই হার্দিক পান্ডিয়ার কাঁধে দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি হার্দিক পান্ডিয়াকে টিম ইন্ডিয়ার টি-২০ ফরম্যাটে অধিনায়ক এবং ওয়ানডে ফরম্যাটে সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে। আশা করা হচ্ছে, একদিনের সিরিজের আগে রোহিত শর্মা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন এবং দলের অধিনায়কত্ব ফিরিয়ে নিতে পারবেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে হার্দিক পান্ডিয়া আইপিএল টুর্নামেন্টে গুজরাট টাইটান্স দলকে নেতৃত্ব দেন। আর অভিষেক মরশুমেই তাঁর দল খেতাব জয় করতে পেরেছে। টি-২০ সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দল : হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি এবং মুকেশ কুমার। ভারতীয় টি-২০ স্কোয়াডে বেশ কয়েকটি সাহসী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূর্যকুমার যাদব তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। তাঁকে দলের সহঅধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে শিবম মাভি এবং মুকেশ কুমারও টিম ইন্ডিয়ায় জায়গা পেয়েছেন। ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দল: রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক এবং আর্শদীপ সিং। ইতিপূর্বে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে হার্দিক পান্ডিয়া ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন। যদিও নিউ জিল্যান্ডে টানা বৃষ্টির কারণে টি-২০ সিরিজের পাশাপাশি একদিনের ক্রিকেট সিরিজের আনন্দ একেবারে ভেস্তে যায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে আয়োজিত টি-২০ সিরিজে বিরাট কোহলিকেও বিশ্রাম দেওয়া হয়েছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওয়ানডে সিরিজ দিয়ে নতুন বছরের শুরু করবেন।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/DqjXLVS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads