করোনার নতুন ভ্যারিয়্যান্ট আরও ভয়াবহ! সতর্ক করল WHO https://ift.tt/EFY8rLM - MAS News bengali

করোনার নতুন ভ্যারিয়্যান্ট আরও ভয়াবহ! সতর্ক করল WHO https://ift.tt/EFY8rLM

কলকাতায় IIM জোকাতে করোনায় আক্রান্ত ২৮ জন। ভারত তথা একাধিক দেশে বাড়ছে করোনা সংক্রমণ (Covid 19)। কোভিড নিয়ে উদ্বেগের মধ্যেই আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ওমিক্রন সহ করোনার নতুন ভ্যারিয়্যান্টগুলি অনেক বেশ সংক্রামক বলেই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO-এর তরফে একটি সাংবাদিক বৈঠকে বলেন, "ভাইরাসটির ক্রমশ বিবর্তন হচ্ছে। ওমিক্রন () সহ সাব ভ্যারিয়্যান্টগুলি অনেক বেশি সংক্রামক। এই ধরনের নতুন ভ্যারিয়্যান্ট আসতেই থাকবে এবং করোনার আরও নতুন ভ্যারিয়্য়ান্ট আসতে পারে। এই পরিস্থিতিতে নজরদারি সরানো কোনওভাবেই সম্ভব নয়। নিয়ে বিশ্ববাসীকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।" কবে শেষ হবে করোনা আতঙ্ক? এই প্রসঙ্গে এখনই কোনও মন্তব্য করতে রাজি হননি মারিয়া। তাঁর কথায়, "করোনার বিপদের পর্যায় চলে গিয়েছে তা এখনই বলা সম্ভব নয়। বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি আলাদা রকমের। কিছু কিছু দেশ জরুরী অবস্থা কাটিয়ে উঠতে সক্ষম বয়েছে। কিছু দেশে এখনও করোনা বিপদের পর্যায়ে রয়েছে। সুতরাং কোনও একটি নির্দিষ্ট দেশের ভিত্তিতে নয়, গোটা বিশ্বের নিরিখে আমাদের চিন্তাভাবনা করতে হবে এবং করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে।” শুধু তাই নয়, WHO তার সাপ্তাহিত রিপোর্টে জানিয়েছে, বিশ্বজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩.৫ মিলিয়ন মানুষ এবং করোনা প্রাণ কেড়েছে ২৫ হাজার জনের। এই সময়ে সবথেকে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন চিনে। গত সপ্তাহের থেকে সেখানে করোনা বেড়েছে ১৪৫ শতাংশ। এরপরেই চিনের 'জিরো কোভিড নীতি' নিয়ে প্রশ্ন তুলেছিলেন WHO প্রধান। তিনি বলেন, "জিরো কোভিড নীতি স্থায়ী হবে না। করোনাভাইরাসের সংক্রমণের ধারা দেখেই এই মন্তব্য করছি।" উল্লেখ্য, দেশেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৭ জন। এদিকে কলকাতার IIM জোকাতে একাধিকজন করোনায় আক্রান্ত। মূলত তাঁরা বাইরের থেকে এসেছেন বলে জানা যাচ্ছে। সেখানে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের তরফে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে সাফ জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দুনিয়ার আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/rGiUN5T
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads