Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/xebdqY3
ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বাংলার হিমঘ্নরাজ https://ift.tt/asqfWRA
শেষ পর্যন্ত জল্পনাতেই পড়ল সিলমোহর। বাংলার যুবনেতা হিমঘ্নরাজ ভট্টাচার্যকেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোনীত করা হল DYFI-এর ১১চম সারা ভারত সম্মলনে।তিনদিনের এই সম্মেলন শেষে রবিবার হিমঘ্নরাজ ভট্টাচার্যের নাম ঘোষণা করা হল সল্টলেকের EZCC মঞ্চে। সিপিএম-এর যুব সংগঠন ডিওয়াইএফআই-এর এত দিন সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন অভয় মুখোপাধ্যায়। এ বার তাঁর পদে স্থলাভিষিক্ত হলেন হিমঘ্নরাজ ভট্টাচার্য। বাংলা থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। কেন্দ্রীয় কমিটিতে এলেন ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত, বিকাশ ঝা, ইব্রাহিম আলী, পারমিতা ঘোষ চৌধুরী, অয়নাংশু সরকার, শচীন খাঁটি এবং সফিকুল সর্দার। তিন দিনের এই একাদশতম সম্মেলন বসেছিল সল্টলেকের ইজেডসিসি-তে। রবিবার শেষ হল সর্বভারতীয় সম্মেলন। আর সেখানেই নবনির্বাচিত এই নেতাদের নাম ঘোষণা করা হল একে একে। জানা যাচ্ছে, মহম্মদ সেলিমের ঘনিষ্ঠ হিসেবেই দলের অন্দরে পরিচিত হিমঘ্নরাজ ভট্টাচার্য। DYFI-এর দক্ষিণ ২৪ পরগনায় সংগঠনের দায়িত্বে ছিলেন তিনি।এদিকে সর্বভারতীয় সভাপতির আসনে ঘোষণা করা হয়েছে কেরলার যুব নেতা এ এ রহিমের নাম। তিনি কেরালার রাজ্যসভার সাংসদও বটে।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/xebdqY3
Previous article
Next article

Leave Comments
Post a Comment