Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/eUzO8KH
আরব আমিরশাহীর প্রেসিডেন্টকে শ্রদ্ধার্ঘ্য, ফের পিছিয়ে গেল IIFA https://ift.tt/kV2CaLe
ফের পিছিয়ে গেল International Indian Film Academy Awards () -এর তারিখ। গত ১৩ মে আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জইদ আল নাহয়ানের মৃত্যুর কারণেই ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ১৪, ১৫ এবং ১৬ জুলাই আবু ধাবিতে ওই ইভেন্টের আয়োজন করা হবে। বর্তমানে UAE - তে শোকের আবহ। ৪০ দিন জাতীয় শোক পালন করা হবে সেখানে। প্রয়াত প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে বলিউডের জমজমাট এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৪ মে IIFA -র তরফ থেকে টুইট বার্তায় বলা হয়েছে, "UAE -র প্রেসিডেন্ট শ্রদ্ধেয় Sheikh Khalifa Bin Zayed Al Nahyan -এর মৃত্যুতে শোকস্তব্ধ আমরা। তাঁর পরিবার সহ গোটা আরব আমিরশাহীর সমব্যথীও। তাঁর পারলৌকিক শান্তি কামনা করি।" এ বছর ২২তম এডিশনে পদার্পণ করতে চলেছে ওই অনুষ্ঠানটি। একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, "UAE -র প্রেসিডেন্টের প্রয়াণের খবরে আমরা মর্মাহত। আরব আমিরশাহীতে আগামী ৪০ দিন ধরে জাতীয় শোক পালন করা হবে। UAE -র সাধারণ মানুষ সহ সরকারকে সমর্থন জানিয়ে ২২তম Indian Film Academy Awards (IIFA Awards) পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ১৯ থেকে ২১ মে পর্যন্ত IIFA Weekend উদযাপন করার কথা ছিল। কিন্তু, শোকের আবহে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা সমীচীন নয়।" ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দেশবিদেশের বহু মানুষ টিকিট কেটে ফেলেছিলেন। সকলের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যেই। IIFA কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, "যাঁরা টিকিট কেটে ফেলেছিলেন, তাঁদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।" কর্তৃপক্ষের সংযোজন, "ফ্যানদের সকলকে নিশ্চিত করে বলতে পারি যে আগামী ১৪ থেকে ১৬ জুলাই আরও বড় পরিসরে এই অ্যাওয়ার্ড শো আয়োজনের কথা ভাবা হয়েছে। ভারত এবং UAE -এর মধ্যের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উদযাপন করা হবে আগামী জুলাইয়ে।" আরব আমিরশাহীর প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে ভারতেও এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। উল্লেখ্য, এই প্রথম নয়। আগেও পিছিয়ে দেওয়া হয়েছিল 22nd International Indian Film Academy Awards (IIFA Awards)। কিন্তু, কেন? আসলে গত মার্চ মাসেই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। তবে করোনা মহামারীর কারণে ওই অনুষ্ঠানের সূচি পরিবর্তন করা হয়। IIFA র তারিখ পিছিয়ে মে করা হয়েছিল সেইবার।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/eUzO8KH
Previous article
Next article

Leave Comments
Post a Comment