Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/yXVejr0
"আমরা ঘুরে দাঁড়াব... এটাই আমাদের সঙ্কল্প!" চিন্তন শিবিরের মঞ্চে স্লোগান সনিয়ার https://ift.tt/OYGJjtT
"আমরা ঘুরে দাঁড়াব, আমরা ঘুরে দাঁড়াব, আমরা ঘুরে দাঁড়াব। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের সঙ্কল্প!" রাজস্থানের (Rajasthan) উদয়পুরে (Udaipur) আয়োজিত তিনদিনের চিন্তন শিবিরের () মঞ্চ থেকে একথা বললেন কংগ্রেসের (Congress) অন্তর্বর্তী সভানেত্রী ()। দেশজুড়ে শতাব্দীপ্রাচীন এই দলের এখন বেহাল দশা। একের পর এক নির্বাচনে পরাজয়ে ভেঙে পড়েছেন কংগ্রেসের নিচুতলার কর্মীরা। তাঁদের চাঙ্গা করতেই এদিন এই নতুন স্লোগান শোনা যায় সনিয়ার মুখে। তাঁর বার্তা, সকলকে একসঙ্গে লড়াই করতে হবে। দলকে তার হৃত গৌরব ফিরিয়ে দিতেই হবে। রবিবার অনুষ্ঠানের মঞ্চ থেকে খুব ছোট্ট ভাষণ দেন সনিয়া। ভাষণের সময় দলনেত্রীর বদলে তাঁর কথায় গৃহকর্ত্রীর আভাসই যেন বেশি ছিল। উপস্থিত দর্শক, শ্রোতাদের উদ্দেশে সনিয়া বলেন, এই কদিন যখনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলের নেতা, কর্মীদের সঙ্গে তাঁর কথা হয়েছে, মনে হয়েছে, তিনি কোনও দলীয় সহকর্মী নন, বরং পরিবারের সদস্যের সঙ্গে কথা বলছেন। সনিয়ার দাবি, এই অনুষ্ঠান থেকেই দলের নেতা ও কর্মীরা ঘুরে দাঁড়ানোর রসদ নিয়ে নিজের নিজের এলাকায় ফিরছেন। তাই তাঁর বিশ্বাস, হাজারো প্রতিকূলতা থাকলেও এবার ঘুরে দাঁড়াবেই। এদিনের মঞ্চ থেকেই একটি নতুন কর্মসূচি ঘোষণা করেন সনিয়া। যার পোশাকি নাম দেওয়া হয়েছে, 'ভারত জোড়ো যাত্রা'। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন থেকে এই যাত্রা শুরু করা হবে। যা কাশ্মীর থেকে কন্য়াকুমারীর মানুষকে একজোট করবে বলে দাবি করেছেন সনিয়া। তাঁর কথায়, "আমরা সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করব। চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই পদযাত্রা আমাদের আরও সঙ্গবদ্ধ করবে। আমাদের সংবিধানের মূল্যবোধকে সংরক্ষিত রাখতে আমরা এই পদযাত্রা করব। আজকের দিনে প্রতি মুহূর্তে এই মূল্যবোধ আক্রান্ত হচ্ছে। আমজনতার রোজের প্রয়োজনগুলি তুলে ধরতে আমরা এই পদযাত্রা করব।" তবে, দেশব্যাপী এই কর্মসূচি শুরু করার আগেই গোটা দেশে আলাদাভাবে শুধুমাত্র জেলাস্তরে একটি কর্মসূচি পালন করা হবে। যা শুরু হবে আগামী ১৫ জুন থেকে। এই কর্মসূচির নাম, 'জন জাগরণ অভিযান'। এই জন জাগরণ অভিযানে সরাসরি বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন কংগ্রেসের নেতা ও কর্মীরা। স্থানীয়স্তরে নিবিড়ভাবে জনসংযোগ করা হবে। এই অভিযানের মাধ্যমে অর্থনৈতিক সমস্যা, বিশেষ করে বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো ইস্যুগুলি নিয়ে মানুষকে সচেতন করা হবে এবং শাসকশিবিরের বিরুদ্ধে জনমত গঠন করা হবে।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/yXVejr0
Previous article
Next article

Leave Comments
Post a Comment