Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/zYGP4Re
"যদি আমি খুন হয়ে যাই...", এরপর কী বললেন ইমরান খান? https://ift.tt/BWr8LGp
প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে () কি খুন করতে চাইছে পাকিস্তানের () বর্তমান সরকার? এই প্রশ্নের সত্যিই কারও কাছে আছে কিনা, সেটা আরও বড় প্রশ্ন। কিন্তু, নিজে এবং তাঁর অনুগামীরা অন্তত এমনটাই দাবি করছেন। আর্থিক মন্দায় যখন গোটা দেশের কোমর বেঁকে গিয়েছে, তখনও বিদেশি ষড়যন্ত্রের তত্ত্ব আঁকড়ে ধরে নিজেকে ভুক্তভোগী প্রমাণ করতে মরিয়া প্রাক্তন এই স্পোর্ট্সম্যান! একদিকে, ইমরান যেকোনও মূল্যে গদিতে ফেরার ছক কষছেন, অন্যদিকে সরকার পক্ষের কুশীলবরা তাঁকে পালটা হুমকি দিয়ে চলেছেন। আর এই দুইয়ের মাঝখানে পড়ে প্রাণ ওষ্ঠাগত হচ্ছে আমজনতার। তাঁদের যন্ত্রণা বোঝার সময় রাজনীতিকদের হাতে নেই। রবিবার ফয়সলাবাদে একটি বিশাল জনসভা করেন ইমরান। সেই কর্মসূচির মঞ্চে তিনি দাবি করেন, তাঁকে যেকোনও সময় দেশের সরকার খুন করতে পারে! আর যদি তেমনটা ঘটে, তাহলে তাঁর হয়ে যেন তাঁর সমর্থকরা সুবিচার আদালয়ের লড়াইয়ে সামিল হন! একইসঙ্গে, তাঁর চ্যালেঞ্জ, দেশের অর্থনীতির এই বেহাল দশা সামলানোর ক্ষমতা কি আদৌ বর্তমান সরকারের আছে? এই প্রশ্ন যে ন্য়ায্য সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু, বিষয় হল, গত প্রায় চার বছর ক্ষমতায় থাকাকালীন ইমরান খান নিজে পাকিস্তানের অর্থনীতির হাল ফেরানোর জন্য কী করেছেন? এদিন ইমরান খান তাঁর অনুগামীদের জানান, "আমি একটা ভিডিয়ো রেকর্ড করে রেখেছি। কারণ, আমি জানি, ইতিহাস সাক্ষী আছে, আমাদের দেশের বিচারব্যবস্থা ক্ষমতাধর অপরাধীদের শাস্তি দিতে পারে না। তাই আমি এর বিচার মানুষের হাতেই ছেড়ে যাচ্ছি। যদি আমার সঙ্গে কোনও অঘটন ঘটে, তাহলে গোটা দেশ তার জন্য সুবিচার চাইবে।" ইমরানের এই কথার রেশ ধরে আসরে নামেন তাঁর অন্যতম বিশ্বস্ত সঙ্গী ও রাজনৈতিক সহযোদ্ধা তথা দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। এদিনই তিনি বলেন, যদি ইমরানের সঙ্গে কোনও অঘটন ঘটে, তাহলে আরও একটা শ্রীলঙ্কায় পরিণত হবে! রশিদের দাবি, ইমরান খানকে যেকোনও সময় গ্রেফতার করা হতে পারে। আর যদি তেমনটা করা হয়, তাহলে তাঁদের দল কীভাবে পরিস্থিতির সঙ্গে লড়াই করবে, তাও নাকি ছকে ফেলেছেন PTI নেতারা। এমন প্রেক্ষাপটে সরকার পক্ষ চুপচাপ সব খোঁচা হজম করবে, সেটাই বা কেমন করে হয়! হয়ওনি। রবিবারই পাকিস্তানের গুজরাটের কোটলা এলাকায় একটি জনসভা করেন PML-N নেত্রী তথা প্রধানমন্ত্রীর ভাইঝি মারিয়ম নওয়াজ। তাঁর বক্তব্য, পদ হারিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছেন ইমরান। তাই সব জায়গায় বিদেশ শক্তির ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন তিনি। কিন্তু মানুষ তাঁর সেই তত্ত্ব মানছে না। মারিয়মের দাবি, "ইমরান খানের খেলা শেষ হয়ে গিয়েছে।"
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/zYGP4Re
Previous article
Next article

Leave Comments
Post a Comment