Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/QUTuGy9
দিনে 150 টাকা বিনিয়োগ, মেয়াদ শেষে রিটার্ন দেড় কোটি! সম্ভব? https://ift.tt/I9QKo2A
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ( Systematic Investment Plan) বা ইদানীংকালের এক অতি পরিচিত বিনিয়োগ মাধ্যম। Systematic Investment Planning বা SIP এর মধ্যে দিয়ে অনেকেই ইদানীং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন। হালফিলের একাধিক বিনিয়োগ মাধ্যমের চেয়ে SIP অনেক বেশি নাগরিকদের কাছে গ্রহণযোগ্য। এ কথা সত্যি যে Systematic Investment Planning বা SIP মাধ্যমের মধ্যে দিয়ে করা বিনিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ঝুঁকি আছে। তবে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ব্যাঙ্কের সুদের হারের পরিমাণ অনেকটা কম-- সেখানে এই ঝুঁকি অনেকেই নিয়ে থাকেন। কেবলমাত্র সঞ্চয় দিয়ে আজকের দিনে টিকে থাকা মুশকিল। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং ( Systematic Investment Planning) বা SIP এর সবথেকে বড় বৈশিষ্ট্য হল অল্প সময়ে অতিরিক্ত সুদ। অর্থাৎ, আপনি কম সময়ে উল্লেখযোগ্য রিটার্ন পেতে পারেন। কিন্তু সেই রিটার্ন ঝুঁকির বাইরে নয়। অর্থাৎ, রিটার্ন সম্পূর্ণভাবে বাজারের উপর নির্ভরশীল। বাজার যদি সঠিকভাবে কাজ না করে, সেক্ষেত্রে রিটার্ন পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট অসুবিধার মুখোমুখি হতে পারেন নাগরিকেরা। সেক্ষেত্রে যা প্রয়োজন, তা হল সঠিল মিউচুয়াল ফান্ড দেখে তবে বিনিয়োগ। অর্থাৎ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রয়োজন যথাযথ অধ্যয়নের। যথাযথ অধ্যয়ন ছাড়া বিনিয়োগ করা উচিত নয়। বর্তমানে SBI স্মলক্যাপ ফান্ড ( SBI Small Cap Mutual Fund), নিপ্পন স্মল্পক্যাপ মিউচুয়াল ফান্ড ( Nippon Small Cap Mutual Fund) বা ইনভেসকো ইন্ডিয়া মিডক্যাপ ইন্ডিয়া ফান্ড ( Invesco India Mid Cap India) প্রভৃতি উল্লেখযোগ্য। Read More: এখন প্রশ্ন হল SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের ( Systematic Investment Plan) মাধ্যমে কী ভাবে আপনি আপনার অবসরজীবন সুরক্ষিত করবেন? ধরে নেওয়া যাক আপনার বয়স 30 বছর। আপনি যদি মাসে 3500 টাকা করে বিনিয়োগ করে থাকেন-- সেক্ষেত্রে আপনার 30 বছরে মোট বিনিয়োগের পরিমাণ হবে 12.60 লাখ। এখন ধরে নেওয়া যাক আপনার প্রতি মাসে সুদের হার 12%। তিরিশ বছর শেষে আপনার মোট সঞ্চয়ের পরিমাণ 1.23 কোটি। আপনি যদি 6% সুদও প্রতি মাসে নিয়ে থাকেন-- তবে আপনার হাতে প্রতি মাসে আসবে 50 হাজার টাকা। আপনি কি SIP এর মাধ্যমে বিনিয়োগ করেন? কমেন্টে জানান আমাদের কমেন্টবাক্সে। Read More:
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/QUTuGy9
Previous article
Next article

Leave Comments
Post a Comment