ভয়াবহ স্মৃতি নিয়েই শুরু ভবা পাগলার মেলা, ঘাটে কড়া নজরদারি প্রশাসনের https://ift.tt/OZ15jDV - MAS News bengali

ভয়াবহ স্মৃতি নিয়েই শুরু ভবা পাগলার মেলা, ঘাটে কড়া নজরদারি প্রশাসনের https://ift.tt/OZ15jDV

অতীতের ভয়াবহ স্মৃতি উসকেই কালনায় শুরু হয়েছে ভবা পাগলার মেলা। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে শান্তিপুর-কালনার ফেরিঘাটে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন৷ মেলা উপলক্ষ্যে এই সময় যথেষ্ট ভিড় হবে এলাকায়৷ আর তাই যে কোনও ধরনের ভয়ানক দুর্ঘটনা এড়ানোর জন্য প্রশাসনের তরফে নজরদারির ব্যবস্থা করা হয়েছে৷ ঘাটে ব্যারিকেড করা, অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন থেকে শুরু করে লঞ্চে নির্দিষ্ট সংখ্যক যাত্রী তোলার ব্যাপারে কড়াকড়ি করা হয়েছে। এছাড়া যে কোনও দুর্ঘটনার মোকাবিলায় লঞ্চে রাখা হয়েছে জ্যাকেট ও ভাসমান টিউব। সবমিলিয়ে, দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। ছ-বছর আগে অতীতের ভয়াবহ স্মৃতি থেকে শিক্ষা নিয়েই এই নজরদারি বলে মনে করা হচ্ছে৷ সাধারণত বৈশাখ মাসের শেষ শনিবার কালনায় সাধক ভবা পাগলার প্রতিষ্ঠিত ভবানী মন্দিরে বিশেষ উৎসব শুরু হয়েছে। দু-দিন ব্যাপী চলা এই উৎসবে মেলাও বসে। তাই এটি ভবা পাগলার মেলা হিসাবে পরিচিত। এই মেলা ও ভবানী মন্দিরের উৎসবকে কেন্দ্র করে বহু মানুষ এখানে আসেন। তবে এই দিনটা এলে মনে পড়ে যায় ২০১৬ সালের শান্তিপুরের নৌকাডুবির ঘটনার কথা। সে বছর ভয়াবহ নৌকাডুবিতে ১৮ জনের মৃত্যু হয়েছিল।সেই আতঙ্ক নিয়েই এবারেও ভবা পাগলার মেলা শুরু হয়েছে এবং কোভিড-পর্বের পর এই মেলাকে কেন্দ্র করে ব্যাপক ভিড় জমছে এলাকায়। হাজার হাজার ভক্তরা নৃসিংহপুর কালনা গঙ্গার ঘাট থেকে নৌকা করে ওপারে যান। তাই ২০১৬ সালের সেই ভয়াবহ ঘটনার কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নদিয়ার শান্তিপুর-নৃসিংহপুর ফেরিঘাট। উল্লেখ্য, ২০১৬ সালে ভবা পাগলার মেলায় হাজার-হাজার মানুষ এসেছিল। প্রশাসনের নিয়ম ভেঙেই নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে চলছিল পারাপার। অত্যধিক যাত্রী নেওয়ার জন্য একটি নৌকা হঠাৎ তলিয়ে যায়। তারপর উদ্ধারকাজ শুরু হলে শিশু সহ মোট ১৮ জনের মৃতদেহ উদ্ধার হয়। আহত হন একাধিক যাত্রী। এরপরই কীভাবে নিয়ম বহির্ভূতভাবে যাত্রী পারাপার হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন ওঠে। কেন প্রশাসনের তরফে কোনও নজরদারির ব্যবস্থা করা হয়নি? সেই কথা মাথায় রেখেই শনিবার সকাল থেকে ভবা পাগলার মেলা উপলক্ষ্যে ঘাটে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায়। বর্তমানে নৌকার বদলে ভেসেলে পারাপার করা হচ্ছে যাত্রী। ভক্তরা যাতে নিয়ম মেনেই পারাপার করে সেই নজরদারি চালাতে শান্তিপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফে এই নজরদারির ব্যবস্থা দেখে খুশি আগত দর্শনার্থীরা৷ মেলায় আসা এক ব্যক্তি গোপাল চন্দ্র চৌধুরী বলেন, ‘‘ফুলিয়া কলোনি থেকে এসেছি৷ ভবা পাগলার মেলায় যাব৷ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ যে বছর দুর্ঘটনা হয়েছিল, সে বছরও এসেছিলাম৷ আমরা পার হয়ে চলে আসার পরের নৌকাটিতে দুর্ঘটনা ঘটে৷’’ শনিবারের পর রবিবারও বহু মানুষের ঢল নামে এদিন কালনার ঘাটে৷


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/YOzMs5n
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads