IPL-এ ভালো পারফরম্যান্সের পুরস্কার! বাংলা রনজি দলে ফের ঋদ্ধি!! https://ift.tt/VIwBlRs - MAS News bengali

IPL-এ ভালো পারফরম্যান্সের পুরস্কার! বাংলা রনজি দলে ফের ঋদ্ধি!! https://ift.tt/VIwBlRs

ঋদ্ধিমান সাহা () আর মহম্মদ সামিকে () রেখেই রনজি ট্রফির ২২ জনের দল ঘোষণা করলেন বাংলার নির্বাচকরা। তবে এও জানা গিয়েছে যে সামিকে যদি BCCI রনজি ট্রফি খেলার অনুমতি দেয় তবেই তিনি মাঠে নামতে পারবেন। তার অন্যতম কারণ হল, জাতীয় নির্বাচকরা ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিতে চাইছে। বোর্ড সূত্রের খবর, সেই তালিকায় মহম্মদ সামিরও নাম রয়েছে। সেক্ষেত্রে তাঁকে আদৌ পাওয়া যাবে কি না, তা নিয়ে যথেষ্ট জল্পনা চলছে। তবে ঋদ্ধি রনজি টুর্নামেন্টে ঋদ্ধিমান সাহার খেলার ব্যাপারে যথেষ্ট আশাবাদী CAB কর্তারা। সোমবার বাংলা ক্রিকেট দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে নিয়ে আলোচনায় বসেছিলেন CAB সভাপতি অভিষেক ডালমিয়া। উপস্থিত ছিলেন সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও যুগ্ম সচিব দেবব্রত দাসও। সেখানেই দল নির্বাচন হয়। প্রসঙ্গত ব্যক্তিগত কারণে রনজির গ্রুপ পর্বের ম্যাচ খেলেননি ঋদ্ধি। ভারতীয় দল থেকেও বাদ পড়েন। পরে নির্বাচকরা জানান, ঋদ্ধি রনজিতে ভালো খেললে ফিরে আসতে পারেন ভারতীয় দলে। চলতি IPL টুর্নামেন্টের আট ম্যাচে ঋদ্ধি ২৮১ রান করে ফেলেছেন। গড় ৪০.১৪। স্ট্রাইক রেট ১২৩.২৫। আগামী ২৭ মে কর্নাটক রওনা হবে ২০ সদস্যের বাংলা দল। ২৯-৩১ মে কর্ণাটকের বিরুদ্ধে ও ২-৩ উত্তরখণ্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে দল। এরপর আগামী ৬ জুন ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামবে বঙ্গ ব্রিগেড। ঝাড়খন্ড কিন্তু বেশ কঠিন প্রতিপক্ষ। কারণ ইডেনে প্রি কোয়াটারে তারা রানের পাহাড় গড়েছিল। এছাড়া বাংলা দলে আছেন রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি। কোচ অরুণ লালের নেতৃত্বে বেশ ভালো পারফরম্যান্স করছে বাংলা দল। ২০১৯ -২০ মরশুমে রানার্স হয়। তবে এবার ট্রফি চায় বঙ্গ ব্রিগেড। তিন দশকের ওপরে বাংলা রনজি জিততে ব্যর্থ। এবার করোনার জন্য অন্য ফরম্যাটে রনজি হচ্ছে। ঘোষিত ২২ সদস্যের দলে রয়েছেন- অভিমন্য়ু ঈশ্বরণ (অধিনায়ক), মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, মহম্মদ সামি (BCCI অনুমতি সাপেক্ষে), অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ, অভিষেক রামন, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, সায়নশেখর মণ্ডল, মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল, কৌশিক ঘোষ, ঋত্ত্বিক রায়চৌধুরী, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, নীলকণ্ঠ দাস, সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্র।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/MT5CrbN
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads