Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/ayDrPd9
২ লাখেরও বেশি বকেয়া মামলা! বিচারপতির অভাবে ধুঁকছে রাজ্যের আদালত https://ift.tt/TBu2GVv
তারিখ পে তারিখ... 'দামিনী' (Damini) সিনেমার সেই বিখ্যাত ডায়লগই বোঝাতে পারে রাজ্যের সর্বোচ্চ বিচারাচালয়ের অবস্থা। মামলার ফাঁসে দমবন্ধ কলকাতা হাইকোর্টের। বিচারের বাণী শোনার আসায় পড়ে লাখ লাখ ফাইল। () সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আদালতে ঝুলে রয়েছে লাখ লাখ কেস। একইসঙ্গে বিচারপতির অভাবে মামলার পাহাড় সামলাতে নাজেহাল বাকি বিচারপতিরা। আদালতের ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে, কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে ঝুলে রয়েছে ২,৩৪,৫৩৯ মামলা। একইসঙ্গে প্রতিদিন দায়ের হচ্ছে হাজার খানেক নতুন কেস। উল্লেখ্য, এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে রয়েছেন ৩৯ জন বিচারপতি। যেখানে এই হাইকোর্টে ৭২ জন বিচারপতির পদ রয়েছে। দু লাখেরও বেশি বিচারাধীন মামলার চাপ সামাল দিতে কেন্দ্রীয় আইন এবং ন্যায় মন্ত্রক শনিবারই আরও তিন জন অতিরিক্ত বিচারপতির নিয়োগের কথা জানিয়েছেন। তাতে কলকাতা হাইকোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪২। যা প্রয়োজনের মাত্র ৪১.৬৬ শতাংশ। এখনও কমপক্ষে আরও ৩০ জন বিচারপতি নিয়োগ করা হলে তবে অবস্থা কিছুটা সামাল দেওয়া সম্ভব বলে দাবি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ও (Former Supreme Court judge Justice (retd) ) বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, বিচারক এবং বিচারপতিদের শূন্য পদ অবিলম্বে পূরণ না হলে ভেঙে পড়বে বিচার ব্যবস্থা। বিচারক-বিচারপতির অভাবে সাব-ডিভিশন কোর্ট থেকে শুরু করে জেলা আদালতও অসুবিধায় পড়েছে। কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়ের হওয়া বকেয়া মামলার সংখ্যা ২,৩৪,৫৩৯। এর মধ্যে সিভিল কেস রয়েছে ১,৯৭,১৮৪ এবং ৩৭,৩৫৫ টি ক্রিমিনাল কেস বিচারের অপেক্ষায় রয়েছে। এতো গেল শুধু কলকাতা হাইকোর্টের অবস্থা। National Judicial Data Grid-এর তথ্য অনুযায়ী, ১৪ মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন আদালতে ২৬,৬৪, ২৮৪ টি মামলা বকেয়া রয়েছে। তার মধ্যে সিংহভাগ ক্রিমিনাল । সেই সংখ্যাটা ২০,৪৭, ৯০১টি ক্রিমিনাল কেস বাদবাকি মামলা বিচারের অপেক্ষায়।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/ayDrPd9
Previous article
Next article

Leave Comments
Post a Comment