''তৃণমূল নয়, CPiM-ই প্রধান ভয় বিজেপি'', দাবি ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহার https://ift.tt/exmoWOV - MAS News bengali

''তৃণমূল নয়, CPiM-ই প্রধান ভয় বিজেপি'', দাবি ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহার https://ift.tt/exmoWOV

সদ্যই ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন মানিক সাহা () । আগামী বছরেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন () । যদিও এই নির্বাচন এগিয়ে নিয়ে আসা হতে পারে। আর তার আগেই কুর্সি বদল হল ত্রিপুরায়। Biplab Deb-কে সরিয়ে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয়েছে Manik Saha-কে। এদিকে গত বছর সেখানে পুরসভা নির্বাচনে প্রায় ২৪ শতাংশ ভোট পায় তৃণমূল। এই সাফল্যকে সামনে রেখে আগামী বছরের নির্বাচনে ঝাঁপাতে চাইছে Mamata Banerjee-র দল। তাদের দাবি, আগামী বিধানসভা ভোটেই সেখানে পরাস্ত হবে BJP। সরকার করবে তৃণমূল। যদিও সেই রাজ্যে তৃণমূলকে প্রধান বিরোধী বলতে নারাজ ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী। আগের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মতই মানিক সাহারও দাবি, ত্রিপুরায় TMC নয়, তাদের প্রধান ভয় CPI(M)। মানিক সাহা বলেন, “ এখানের বিধানসভাতে বিরোধী কারা? সিপি(আই)এম। তাঁরাই আমাদের কাছে প্রধান বিরোধী দল। আর তো নিজের এলাকাতে সীমাবদ্ধ । তারা আমাদের কাছে কোনও চ্যালেঞ্জ নয়। আমাদের এখানে প্রতিপক্ষ CPIM। ইতিমধ্যেই ত্রিপুরায় নিজেদের ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল। একাধিকবার সেই রাজ্যে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেই ফের ত্রিপুরা যাওয়ার কথা আছে তাঁর। সেখানে তাঁরাই BJP-কে উপড়ে ফেলবেন বলেও দাবি করেছেন অভিষেক। তবে তৃণমূলকে কোনও গুরুত্ব দিতে চাইছেন না মানিক সাহা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন , “গত বছর পুরসভা নির্বাচনেই দেখা গিয়েছে এখানের মানুষ আমাদের পক্ষেই আছেন। আমরা তাদের জন্য কাজ করছি সেটা তারা বুঝতে পারছেন। তাহলে এখানের মানুষ অন্য কিছু কেন চাইবেন? আগেও তো তৃণমূল চেষ্টা করেছিল।। কিন্তু কী হয়েছে? তারা একেবারে হেরে গিয়েছে। ত্রিপুরার মানুষ তৃণমূলকে গ্রহণ করবে না।”আগামী বছরের নির্বাচনেও সেখানে তৃণমূল কোনও প্রভাব ফেলতে পারবে না বলেও দাবি করেন মানিক সাহা। ত্রিপুরায় নয়া মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে সেইখানে BJP-কে আরও এগিয়ে যাওয়াটাই তাঁর কাছে চ্যালেঞ্জের। তিনি বলেন, “ আগে ব্যাটনটা ছিল বিপ্লব দেবের হাতে । এখন তিনি আমাকে এই রাজ্যটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন।” একই সঙ্গে তিনি জানান, Biplab Deb-এর হাত ধরেই ২০১৫ সালে সেখানে ঐতিহাসিক জয় পেয়েছিল BJP। তিনি এখানে কাজ করেছেন ও দলের নির্দেশ মেনেই পদত্যাগ করেছেন। এদিকে সেখানে মন্ত্রী- নেতাদের মধ্যেই যে বিরোধ দেখা গিয়েছে তাকেও কোনও রকম গুরুত্ব দিতে চান না তিনি। তিনি বলেন, “বড় পরিবারে এই রকম ছোটখাটো ঘটনা হয়। এতে উদ্বেগের কিছু নেই।” একই সঙ্গে জানান আগামী ভোটে দলের মুখ কে হবেন তা ঠিক করবে দল।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/QUdXkVh
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads