ফের পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণ! কমপক্ষে মৃত ১, আহত বহু https://ift.tt/HXhqsd8 - MAS News bengali

ফের পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণ! কমপক্ষে মৃত ১, আহত বহু https://ift.tt/HXhqsd8

করাচি বিশ্ববিদ্যালয়ের ( Karachi University) বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনার রেশ কাটার আগেই ফের শক্তিশালী বিস্ফোরণ পাকিস্তানে। সোমবার সন্ধেয় করাচির (Karachi) খারদার (Khardhar) এলাকার জনবহুল বোলটন মার্কেটের ( Bolton Market) কাছে একটি শক্তিশালী বিস্ফোরণের খবর মিলেছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, বিস্ফোরণে কমপক্ষে এক জন মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১২ জনেরও বেশি । তার মধ্যে রয়েছেন একজন পুলিশ অফিসারও। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, ওই অঞ্চলে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানই ছিল আততায়ীর লক্ষ্য। বিস্ফোরণের জন্য কী ধরণের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণস্থল থেকে পাওয়া নমুনা অনুযায়ী সম্ভবত আইইডি লাগানো একটি মোটর বাইক ওই বাজার এলাকা রেখে দেওয়া হয়। জনবহুল এলাকায় বিস্ফোরণে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও বেশি। জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, তাঁর শব্দ দূরদূরান্ত থেকে পাওয়া যায়। বিস্ফোরণে ব্যবহার হওয়া মোটর সাইকেল ছাড়াও ক্ষতিগ্রস্থ হয়েছে একটি রিকশা এবং একটি পুলিশ মোবাইল গাড়ি। বিস্ফোরণের খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রিলিফ টিম। গাড়িগুলিতে আগুন লেগে যাওয়ায় আসে দমকলও। এই নিয়ে করাচিতে এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় বিস্ফোরণ। গত ১৩ মে গভীর রাতে ব্লাস্টে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল করাচি বিশ্ববিদ্যালয়ে ( ) হামলা চালায় এক মহিলা আত্মঘাতী জঙ্গি। পরবর্তীতে তদন্তে জানা যায়, মূলত চিনা নাগরিকদের নিশানা করেই এই হামলা চালানো হয়েছিল। সেদিনের সেই জঙ্গি হামলায় তিনজন নাগরিক মারা যান। সকলেই পেশাদার শিক্ষক-শিক্ষিকা। করাচিতে যে চিনা নাগরিকদের উপর হামলা হতে পারে, পুলিশকে সেকথা আগেভাগেই জানিয়েছিল গোয়েন্দা বিভাগ। কিন্তু, তারপরও আক্রমণ আটকানো যায়নি। চিন এই ঘটনাকে পাক পুলিশ প্রশাসনের অপদার্থতা হিসেবেই গণ্য করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। করাচি বিস্ফোরণে জড়িত ছিলেন এক আত্মঘাতী মহিলা জঙ্গি। জুলজিতে মাস্টার ডিগ্রি, এডুকেশনে এমফিল, পেশায় স্কুল শিক্ষিকা। করাচি বিস্ফোরণে আত্মঘাতী মহিলা জঙ্গির প্রোফাইল হতবাক করে দিয়েছে গোটা বিশ্বকে। শারি বালোচ। ৩০ বছর বয়সী এই মহিলা আত্মঘাতী জঙ্গির ব্যাকগ্রাউন্ড সাড়া ফেলেছে দিয়েছে। জানা গিয়েছে, তাঁর বাবা ছিলেন একজন সরকারি কর্মচারি। স্বামী হাবিতান বাশির বালোচ পেশায় দন্ত চিকিৎসক। এই ঘটনায় আত্মঘাতী জঙ্গি শারি বালোচের ( ) স্বামী হবিতান বশির বালোচকে ( ) গ্রেফতার করে পুলিশ।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/VDdqk8W
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads