Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/uso6AlI
পল্লবীর মতো শক্ত মনের মেয়ে আত্মঘাতী! বিস্ময়-সন্দেহ সতীর্থদের গলায় https://ift.tt/Qlo1eWT
'মন মানে না' ধারাবাহিক খ্যাত অভিনেত্রীর রহস্যমৃত্যুতে স্তম্ভিত টলিউড। রবিবার তাঁর গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে অভিনেত্রীর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পল্লবী আত্মঘাতী হয়েছেন। তবে এই বিষয়টি নিয়ে অবিশ্বাস প্রকাশ করেছেন অনেকেই। বিনোদন জগতের কলাকুশলীরা সকলেই জানতেন অভিনেত্রী শক্ত মনের মানুষ। তাহলে তিনি কী ভাবে আত্মঘাতী হতে পারেন, সেই প্রশ্ন উঠে আসছে সকলের বক্তব্যে। তাছাড়া সদ্য নয়া ফ্ল্যাটে শিফট করেছিলেন অভিনেত্রী। গুছিয়ে নিচ্ছিলেন নিজের সংসার। এমনটাই জানিয়েছেন তাঁর বন্ধুরা। তাঁদের দাবি, যথেষ্ট সুখী ছিলেন পল্লবী। অন্তত ইন্ডাস্ট্রির কারওকেই নিজের কোনও সমস্যার কথা বুঝতে দেননি তিনি। পল্লবীর পুরনো বন্ধু তথা বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির সফলতম নায়িকা প্রত্যুষা পাল এই সময় ডিজিটাল-কে বলেন, "আমি ভাবতেই পারিনি যে Pallavi এমন কিছু ঘটাতে পারে। আমি জানতাম ও খুব ভালো আছে। নতুন জীবন হয়েছে। সুখে আছে।" অতীতের স্মৃতি হাতড়ে প্রত্যুষার সংযোজন, "দু' বছর আগে গড়ফার কাছে একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতাম আমরা। তারপর লকডাউন হয়ে যায়। আমি সিঁথির বাড়িতে ফিরে আসি। পল্লবীর সাগ্নিকের সঙ্গে পরিচয় হয়। বয়ফ্রেন্ডের সঙ্গে আমাদের পুরনো ফ্ল্যাটেই শিফট করে ও। আমি সিঙ্গল। বন্ধু আর তাঁর প্রেমিকের সঙ্গে থাকাটা ভালো দেখায় না। তাই বাড়িতেই থাকতে শুরু করি। নতুন ফ্ল্যাটে তো পল্লবী ১৫-২০ দিন আগে গিয়েছিল। আমাদের বলেছিল যে নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছে। হাসপাতালে ওকে ওভাবে দেখে আমি ভেঙে পড়েছিলাম। কিন্তু, গোটা ঘটনাটা এখনও মানতে পারছি না।" 'আপনজন' ধারাবাহিক খ্যাত নবনীতা মালাকার জানিয়েছেন, পল্লবীর মৃত্যুর খবরে তিনি শোকাহত। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। টাইমস অফ ইন্ডিয়াকে অভিনেত্রী বলেন, "আমি ভাবতে পারছি না পল্লবী আর আমাদের মধ্যে নেই। ওকে এম আর বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়েছে শুনে প্রথমে ভেবেছিলাম কোনও কারণে অসুস্থ হয়ে পড়েছে। স্বপ্নেও ভাবিনি বিষয়টি এরকম হবে। এটা কী করে সত্যি হতে পারে? ও হাসিখুশি, মিশুকে, শক্ত মনের মেয়ে ছিল। এটা মেনে নিতে পারছি না।" -র অপর বন্ধু তথা সহ অভিনেতা সায়ক চক্রবর্তীর কথায়, "পল্লবী যে এই ধরনের পদক্ষেপ করতে পারে তা ভাবতেই পারিনি। হাসপাতালে গিয়ে যখন ওর মুখটা দেখলাম, তখন বারবার এই কথাটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ওকে দেখে মনে হচ্ছিল খুব কেঁদেছে। আমরা Vlog বানাতাম। শ্যুট করতাম। এত হাসিখুশি মেয়েটা এই কাণ্ডটা কী ভাবে ঘটাতে পারে?" এদিকে Pallavi Dey-র প্রথম নায়ক Abhishek Veer Sharma এবং বর্তমান ধারাবাহিকের সহ অভিনেতা অনমিত্র বটব্যালের গলাতেও একই সুর। তাঁদেরও প্রশ্ন, পল্লবীর মতো শক্ত স্নায়ু যাঁর, সে কেন এই ঘটনা ঘটাবে? পল্লবীর পরিবারের তরফেও দাবি করা হয়েছে, তাঁকে খুন করা হয়েছে। অভিনেত্রীর বাবার কথায়, "আমার মিষ্টু আত্মহত্যা করতে পারে না।" সবমিলিয়ে টেলি অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়ে রহস্য একেবারে তুঙ্গে।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/uso6AlI
Previous article
Next article

Leave Comments
Post a Comment