HUL এর সঙ্গে জোর টক্কর, এক ডজন কোম্পানি অধিগ্রহণের পথে Reliance! https://ift.tt/e9XbwVu - MAS News bengali

HUL এর সঙ্গে জোর টক্কর, এক ডজন কোম্পানি অধিগ্রহণের পথে Reliance! https://ift.tt/e9XbwVu

ভারতের বাজারে জোর টক্কর। গোটা দেশের রিটেইল বাজার কে দখল করবে, তার জন্য লড়াই আপাতত জোরদার। আর সেই লড়াইয়ে সবথেকে বড় খেলোয়াড় কে হবেন, তাঁর জন্য কোমর বেঁধে মাঠে কেমেছে কোম্পানিগুলো। জনপ্রিয় ফাস্ট মুভিং কনজিউমার গুডস ( Fast Moving Consumer Goods) বা প্রোডাক্ট প্রস্তুতকারী সংস্থা হিন্দুস্তান ইউনিলিভারকে টক্কর দিতে নতুন স্ট্র‍্যাটেজি নিচ্ছে দেশের সবথেকে বড় রিটেইল সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ( Industries)। কী সেই স্ট্র‍্যাটেজি? HUL-কে ঠেকাতে আপাতত 50-60 টি ব্র‍্যান্ড তৈরি করতে চায় তারা। বিভিন্নরকম কেয়ার প্রোডাক্ট ( Care Products) সহ একাধিক অন্য প্রোডাক্ট তৈরির পথে হাঁটতে পারে রিলায়েন্স। আর সেই জন্য অধিগ্রহণের পরিকল্পনা নিতে পারে তারা। অধিগ্রহণের পদ্ধতি বাজারে বেশ পুরনো। কোনও একটি বড় কোম্পানি যদি দেখে, তার একার পক্ষে পুরো বাজার দখল করা সম্ভব নয়, সেক্ষেত্রে একই ব্যবসায়িক পরিধির সঙ্গে জড়িত অন্য বিভিন্ন কোম্পানিগুলোকে তারা অধিগ্রহণের পথে হাঁটতে চায়। বিভিন্ন ছোট কোম্পানিও সেইভাবে বড় কোম্পানির সঙ্গে যুক্ত হয়। Read More: এখানে একটি বিষয় আছে। ভারতের বাজারে দেশি-বিদেশি একাধিক FMCG সামগ্রী প্রস্তুতকারী সংস্থা আছে। এই সংস্থাগুলোর তৈরি সামগ্রী দেশের বাজারে বিপুল পরিচিত। যেমন নেসলে ( Nestle), পেপসিকো ( Pepsico) প্রভৃতি। এছাড়া হিন্দুস্তান ইউনিলিভার ( Hindustan Unilever) বা HUL তো আছেই। এই সংস্থাগুলোকে হারিতয়ে শীর্ষে পৌঁছাতে তাই আম্বানির লক্ষ্য ব্যবসায়িক অধিগ্রহণ। প্রতিটি কোম্পানিকে আলাদা আলাদা করে টক্কর দেওয়ার জন্য প্রতিটি ব্র‍্যান্ড বা প্রোডাক্ট তৈরি করা কঠিন। আর সেই কারণে অধিগ্রহণের পথে হাঁটবে রিলায়েন্স। প্রায় এক ডজন কোম্পানিকে অধিগ্রহণের পথে হাঁটবে এই সংস্থা। এই সংস্থার জন্য মোট খরচ হবে 6.5 বিলিয়ন মার্কিন ডলার। মোট 12 টি কোম্পানিকে অধিগ্রহণের পথে হাঁটবে এই সংস্থা। লক্ষ্য হিন্দুস্তান ইউনিলিভার ( Hindustan Unilever) বা HUL। এই সংস্থার বর্তমানে দেশে বিক্রয় 6.5 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। কোম্পানির দাবি প্রতি 10 টি বাড়ির মধ্যে 9টি বাড়িতে তাঁদের সামগ্রী ব্যবহার করা হয়। যদিও সাম্প্রতিককালে এই সংস্থা নিজের সামগ্রীর দাম বৃদ্ধি করেছে। তবে তাতে সামগ্রী ব্যবহার করার প্রবণতা কমে যায়নি। Read More:


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/wl3nQP4
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads