দাম কমার পথে ইস্পাত, শীঘ্রই সস্তা হবে গাড়ি? https://ift.tt/VxE042n - MAS News bengali

দাম কমার পথে ইস্পাত, শীঘ্রই সস্তা হবে গাড়ি? https://ift.tt/VxE042n

এই সময় ডিজিটাল ডেস্ক: দাম কমার পথে ইস্পাত! শেষ দুই বছরে ইস্পাতের দামের গ্রাফ ঊর্ধ্বগামী হলেও, অবশেষে দাম কমার পথে হাঁটতে পারে বহুমূল্য এই ধাতু। আগামী এক দুই মাসে ইস্পাতের দাম টন প্রতি অনেকটাই কমবে, এমনটাই শোনা যাচ্ছে। যার ফলে খুশি হতেই পারেন সাধারণ মধ্যবিত্ত। যে রেটে মুদ্রাস্ফীতির পারদ চড়ছে, তার উল্টোদিকে দাঁড়িয়ে দাম কমলে তা যে নিঃসন্দেহে খুশির খবর তাতে সন্দেহ নেই। ইস্পাত এক অতি আবশ্যিক ধাতু। ইস্পাত থেকে উৎপাদিত হওয়া স্টেইনলেস স্টিল থেকে তৈরি হয় নিত্যদিনের ব্যবহার্য থালা-বাসন। সেই থালা-বাসনের দাম কমলে তা বিশেষভাবে উল্লেখযোগ্য! শুধু থালা-বাসন নয়, ইস্পাত গাড়ির বডি তৈরি করার ক্ষেত্রেও বিশেষভাবে কাজে লাগে। প্রসঙ্গত, চলতি বছরে গাড়ির দাম বৃদ্ধি করেছে দেশের সমস্ত কোম্পানি। বারংবার তারা আঙুল তুলেছে সাপ্লাই চেইন ব্যবস্থার উপর৷ সারা বিশ্বব্যাপী সাপ্লাই চেইন ব্যবস্থা ধসে যাওয়ার জন্য গাড়ির দাম বাড়াতে বাধ্য হয়েছে কোম্পানিগুলো। গাড়ি তৈরির উপাদানগুলোর মধ্যে ইস্পাতও পড়ে। সেই ইস্পাতের দাম কমলে গাড়ির দামও কমবে এমনটা মনে করছেন অনেকে। এখন দেখার বাস্তবিক এই ইস্পাতের দাম কমে কিনা। বর্তমানে টন প্রতি ইস্পাতের দাম 76 হাজার টাকা। এই দাম আগামী মাস দুয়েকের মধ্যে নেমে আসতে পারে 60 হাজার টাকায়। অর্থাৎ টন প্রতি 16 হাজার টাকা কমতে পারে ইস্পাত। বর্ষার মধ্যেই দাম কমতে পারে ইস্পাতের। প্রসঙ্গত, একটি বিষয় এখানে বলার মত। ইস্পাতের দাম শেষ দু বছর ধিরে ঊর্ধ্বাগামী। দামে বদল আসেনি। চলতি বছরে দাম কমার কথা ছিল। হয়ত, যে মুহূর্তে এই খবর লেখা হচ্ছে, সেই মুহূর্তে ইস্পাতের দাম অনেকটা কমে যেত। কিন্তু, বর্তমানে ইস্পাতের বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের ধাক্কাটা এখনও যায়নি। সাপ্লাই চেইন এখনও বিপর্যস্ত। সাপ্লাই চেইন কেবলমাত্র কোভিড অতিমারির কারণেই বিপর্যস্ত এমনটা নয়। সাপ্লাই চেইন বিপর্যস্ত হওয়ার পিছনে আরও বড় কিছু কারণ আছে। রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে এবং ভূ-রাজনৈতিক চিন্তার এবং পরিস্থিতির কারণে এখনও পর্যন্ত দাম কমেনি ইস্পাতের৷ সাপ্লাই চেইন একটু ঠিকঠাক হলে শীঘ্রই দাম কমবে বলে মনে করা হচ্ছে। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর। ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত এমন নানা খবর পেতে পাঠকেরা চোখ রাখুন য়।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/zEU9B8a
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads