চতুর্থ ঢেউ এলে কী হবে, আজ আলোচনায় মমতা https://ift.tt/J2dPVuj - MAS News bengali

চতুর্থ ঢেউ এলে কী হবে, আজ আলোচনায় মমতা https://ift.tt/J2dPVuj

এই সময়: বাংলায় দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা একেবারেই উদ্বেগজনক নয় এখনও। কিন্তু দিল্লি, মহারাষ্ট্র-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা। এমন সন্ধিক্ষণে পজিটিভিটি রেট বেড়ে দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে বঙ্গেও। তাই কালক্ষেপ না-করে সম্ভাব্য চতুর্থ ঢেউয়ের প্রস্তুতি কেমন, তা দেখে নিতে চাইছে রাজ্য। সেই উদ্দেশ্যেই আজ, বুধবার সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ()। এপ্রিলে পজিটিভিটি রেট ০.২৭ শতাংশের আশেপাশে থাকলেও মে মাসের প্রথম সপ্তাহেই তা বেড়ে ০.৫৫ শতাংশ হয়ে গিয়েছে। পরীক্ষিত নমুনার মধ্যে পজিটিভ আসার এই অনুপাত সচরাচর আর নামছেই না ০.৫০ শতাংশের নীচে। এমনকী, রবিবার তা ০.৬৩ শতাংশ এবং মঙ্গলবার তা ০.৬৮ শতাংশ হয়ে গিয়েছে। এদিন স্বাস্থ্য দফতরের দেওয়া কোভিড বুলেটিনে দেখা গিয়েছে, ৬,৭৩০টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এমন পরিস্থিতিতে তাই কোমর বাঁধতে বদ্ধপরিকর রাজ্য। বৈঠকের প্রথম লক্ষ্য হল, করোনাকে অল্প সংখ্যায় বেঁধে রাখা। দ্বিতীয় লক্ষ্য, যদি চতুর্থ ঢেউ আসেও, তা হলেও যেন অপ্রস্তুত হয়ে না পড়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। তাই টেস্ট বৃদ্ধি, কন্ট্যাক্ট ট্রেসিং ও প্রয়োজনে কনটেনমেন্ট জোন তৈরির পরিকল্পনা নিয়ে যেমন আলোচনা হবে, তেমনই চর্চা হবে সেই সব প্রস্তুতি ঘিরে যাতে পরিষেবার ক্ষেত্রে মানুষ অসুবিধার সম্মুখীন না হন, তা নিয়ে। তাই সব হাসপাতালের সামগ্রিক ব্যবস্থার আগাম 'অডিট' করতে চায় নবান্ন। বৈঠকে মুখ্যমন্ত্রী সব স্বাস্থ্য আধিকারিকদের মনে করিয়ে দিতে চান, বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য বিপদের কথা ভেবে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে। বিশেষ করে, পর্যাপ্ত অক্সিজেন এবং ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জাম মজুত রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে আলোচিত হবে উচ্চপর্যায়ের ওই বৈঠকে। প্রয়োজন পড়লে যাতে দ্রুত আইসোলেশন জেনারেল ও ক্রিটিক্যাল কেয়ার ওয়ার্ড থেকে পরিষেবা মিলতে পারে, তা-ও নিশ্চিত করার কথা বলা হবে।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/Got0VLK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads