আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অশ্রাব্য ভাষায় হুমকি! ভাইরাল TMCP নেতার ভিডিয়ো https://ift.tt/qQoxILR - MAS News bengali

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অশ্রাব্য ভাষায় হুমকি! ভাইরাল TMCP নেতার ভিডিয়ো https://ift.tt/qQoxILR

উপাচার্যের ঘরে ঢুকে রীতিমতো গুণ্ডাগিরি। অশ্রাব্য ভাষায় গালাগাল। মারধরের হুমকি, হেনস্থা। এমনকী কান ধরে ওঠবোস করার জন্য ক্রমাগত চাপ। ঘটনা আলিয়া বিশ্ববিদ্যালয়ের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্য এহেন আচরণ করছেন তৃণমূলের ছাত্রনেতা ও তার সহযোগীরা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। উপাচার্যের বিরুদ্ধে ঘেরাও, আন্দোলন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আখছাড় দেখা যায়। কিন্তু, শনিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে যা দেখা গেল, তা বেনজির। আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতার যে রূপ দেখে নিন্দা মুখর হয়েছে গোটা বাংলা। ভিডিয়োতে কার্যত তাণ্ডব চালাতে দেখা গিয়েছে একদল যুবককে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলির ঘরে ঢুকে তাঁকে হেনস্থায় অভিযুক্ত TMCP-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট গিয়াসুদ্দিন মোল্লা। ভিডিয়োতে দেখা গিয়ছে, উপাচার্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে সে। তাঁকে কান ধরে ওঠবোস করতে হুমকি দেওয়া হচ্ছে। মারধর করা হবে বলেও শাসানো হচ্ছে উপাচার্যকে। গিয়াসউদ্দিন মণ্ডল নামে ওই তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল বলে খবর। আর তাতেই উপাচার্যের উপর বেজায় চটেছেন বহিষ্কৃত ছাত্র নেতা। উপাচার্য মহম্মদ আলি জানিয়েছেন, সাহায্য চেয়ে পুলিশকে ফোন করলেও কোনও সাড়া মেলেনি। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে শিক্ষা মহলে। যদিও তৃণমূলের পক্ষ থেকে গোটা ঘটনা খতিয়ে দেখা হবে বলেই জানানো হয়েছে। অন্যদিকে, শেষ পর্যন্ত মৌনতা ভাঙলেন রাজ্যের শুভবুদ্ধিসম্পন্নরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একটি চিঠি লিখে নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করলেন কৌশিক সেন, অপর্ণা সেন, শ্রীজাত, পরমব্রতর মতো বিশিষ্টজনেরা। আনিস খানের রহস্যমৃত্যু থেকে শুরু করে ঝালদা-পানিহাটির কাউন্সিলর খুনের ঘটনার তীব্র বিরোধীতা। কিংবা আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ। সবটাই ফুটে উঠেছে এই চিঠিতে। শনিবার নিজের ফেসবুক প্রোফাইল থেকে ওই খোলা চিঠিটি পোস্ট করেছেনে ঋদ্ধি সেন। সঙ্গে ঋদ্ধি লিখেছেন, ''আমরা নাগরিক সমাজের এক অংশ হিসেবে আমাদের বিবেচনা মতো পশ্চিমবঙ্গের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনাবলীতে উদ্বিগ্ন হয়ে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে একটি পত্র পাঠিয়েছি। এর পূর্বেও আমরা অনেকেই ব্যক্তিগত ভাবে আমাদের মতামত প্রকাশ করেছিলাম। এবার একত্রিত হয়ে আমাদের ভাবনা ব্যক্ত করলাম। আশা করি প্রশাসন আমাদের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।''


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/ZgJ39WR
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads