পাকিস্তানে আস্থাভোটের মুখে লন্ডনে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপর হামলা https://ift.tt/lfF8zLM - MAS News bengali

পাকিস্তানে আস্থাভোটের মুখে লন্ডনে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপর হামলা https://ift.tt/lfF8zLM

আস্থাভোটের ঠিক একদিন আগে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের () উপর হামলা। সূত্রের খবর লন্ডনে নওয়াজ শরিফের উপর হামলা করে কিছু দুষ্কৃতী। সে সময় তিনি নিজের অফিসেই ছিলেন। ঘটনায় তাঁর দেহরক্ষী আহত হয়েছেন বলে খবর। যদিও দুষ্কৃতীরা সকলেই অধরা বলে জানা যাচ্ছে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা নিয়ে বিশেষ কোনও তথ্য মেলেনি। কিন্তু, পাকিস্তানের টালমাটাল পরিস্থিতি এবং নওয়াজ শরিফের বিরুদ্ধে একাধিকবার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ওঠায় এই হামলাকে মোটেই লঘু করে দেখতে রাজি নন প্রাক্তন প্রধানমন্ত্রী। এদিকে,মসনদ বাঁচাতে মরিয়া ইমরান খানের দাবি, দেশের সার্বভৌমত্বকে বিক্রি করছেন একদল মানুষ। বিদেশি শক্তির সাহায্য নিয়ে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করার জন্য বিরোধীদের নিশানা করে বিস্ফোরক দাবি করলেন ইমরান। পাক প্রধানমন্ত্রীর নিশানায় আমেরিকা। তিনি বলেন, প্রয়োজনে সবসময় আমেরিকার সঙ্গে থেকেছি। কিন্তু, দরকার পড়লেই মার্কিনি বাধানিষেধ আরোপ হয়েছে পাকিস্তানের উপর। 9/11-এ আমেরিকায় হওয়া হামলায় কোনও পাকিস্তানি যুক্ত ছিল না। তবুও নিষিদ্ধ করা হয় ইমরানের দেশকে বলে উষ্মা প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী। অন্যদিকে, পাক পার্লামেন্টের কর্মসূচি পিছিয়ে গিয়েছে রবিবার পর্যন্ত। অর্থাৎ নিজের গদি বাঁচাতে আর কয়েকঘণ্টা মাত্র সময় রয়েছে ইমরান খানের কাছে। আস্থা ভোটের দিন ধার্য হয়েছে ৪ এপ্রিল। No Confidence Motion বা আস্থাভোট নিয়ে আলোচনা হবে সেদিন। অর্থাৎ, ইমরান খানের সরকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রবিবার। তার আগে আস্থা ফেরাতে সমস্ত জোর দিয়ে মোকাবিলায় Imran Khan। সেই মুহূর্তে লন্ডনে নওয়াজ শরিফের উপর এই হামলা উদ্বেগের সৃষ্টি করেছে। দাবি করেছেন, তাঁর জীবন বিপন্ন। তিনি দাবি করেছেন, ''আমার জীবন বিপন্ন হলেও আমি পিছু হটব না। আমি ভীত নই। শেষ দেখে ছাড়ব। স্বাধীন এবং গণতান্ত্রিক পাকিস্তানের জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব।'' এখানেই শেষ নয় তিনি আরও বলেন, ''আমার হাতে কেবল তিনটি উপায় বেঁচে রয়েছে। একটি আস্থা ভোট। দ্বিতীয় নির্বাচন এবং তৃতীয় পদত্যাগ।'' পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ''আমার জীবন বিপন্ন হলেও আমি পিছু হটব না। আমি ভীত নই। শেষ দেখে ছাড়ব। স্বাধীন এভং গণতান্ত্রিক পাকিস্তানের জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব।'' এদিকে, শনিবার () দেশের তরুণ প্রজন্মের প্রতি আর্জি জানান, রাস্তায় নেমে প্রতিবাদ করুন। যদিও তিনি শান্তিপূর্ণ উপায় প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েচেন। তবুও আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছেন, এতে দেশের আইনশৃঙ্খলা রাতারাতি বিঘ্নিত হতে পারে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/jb9RK42
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads