নিলামে উঠেছিল ধোনির বিশ্বকাপজয়ী ব্যাট, দাম শুনলে চোখ উঠবে কপালে! https://ift.tt/YbMZ5p6 - MAS News bengali

নিলামে উঠেছিল ধোনির বিশ্বকাপজয়ী ব্যাট, দাম শুনলে চোখ উঠবে কপালে! https://ift.tt/YbMZ5p6

ভারতীয় ক্রিকেট ইতিহাসে মহেন্দ্র সিং ধোনির কৃতিত্ব চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ তাঁর নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট দল ২৮ বছরের খরা কাটিয়ে ফের একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয় করে। ২০১১ সালের ২ এপ্রিল শ্রীলঙ্কাকে ৬ উইকেটে পরাস্ত করে ভারত এই ট্রফি হাতে তোলে। আর সেইসঙ্গে এবং তাঁর দলের নাম অমর হয়ে গিয়েছে। কিন্তু আপনি কি এই ব্যাপারটা জানেন, যে ব্যাট দিয়ে মহেন্দ্র সিং ধোনি ফাইনাল ম্যাচটি খেলেছিলেন সেটা ক্রিকেট বিশ্বের সবথেকে মূল্যবান ব্যাট? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যে ব্যাট দিয়ে ধোনি বিশাল ছক্কাটি হাঁকিয়েছিলেন সেটি লন্ডনের একটি নিলাম অনুষ্ঠানে তোলা হয়েছিল। সেই নিলাম অনুষ্ঠানে কয়েকলাখ লোক অংশগ্রহণ করেছিলেন। শেষপর্যন্ত ব্যাটটির দাম উঠেছিল ৮৩ লাখ টাকা। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের পরেই রিবকের স্টিকার লাগানো এই ব্যাটটি নিলামে তোলা হয়েছিল। ১৮ জুলাই 'East meets West' নামের একটি চ্যারিটি অনুষ্ঠানে ব্যাটটি নিলাম করা হয়েছিল। আপনারা শুনলে হয়ত কিছুটা অবাকই হবে, আজ পর্যন্ত গিনেস বিশ্ব রেকর্ড বুকে এই ব্যাটটি রীতিমতো নাম খোদাই করে রেখেছে। এই নিলাম অনুষ্ঠান থেকে যে অর্থ উপার্জন করা হয়েছিল, সেটা মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীর একটি চ্যারিটিতে দান করা হয়েছি। নাম সাক্ষী ফাউন্ডেশন। ইতিমধ্যে মহেন্দ্র সিং ধোনির এই ব্যাটটি নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে লেখা হয়েছে, "এটা ক্রিকেট ইতিহাসের সবথেকে মূল্যবান ব্যাট। নিলামে মহেন্দ্র সিং ধোনির এই ব্যাটটি ১০০,০০০ পাউন্ডে (ভারতীয় মুদ্রায় ১ কোটি ২২ লাখ ৫৭ হাজার ৬৯৪ টাকা) বিক্রি হয়েছিল। লন্ডনে আয়োজিত মহেন্দ্র সিং ধোনির ইস্ট মিটস ওয়েস্ট চ্যারিটি ডিনার অনুষ্ঠানে আর কে গ্লোবাল শেয়ারস অ্যান্ড সিকিউরিটিস লিমিটেড (ভারত) ব্যাটটি কিনে নেয়। এই ব্যাটটাই ২০১১ সালের ২ এপ্রিল বিশ্বকাপ ফাইনালে মহেন্দ্র সিং ধোনি ওয়াংখেড়ে স্টেডিয়ামে উইনিং শটটি হাঁকিয়েছিলেন।" পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালে ICC টি-২০ বিশ্বকাপ এবং ২০১৩ ICC চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেন। একমাত্র অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে তিনটে মেজর খেতাব জয় করেছেন। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন মহেন্দ্র সিং ধোনি। ৪০ বছর বয়সি এই ক্রিকেটার চেন্নাই সুপার কিংসের হয়ে IPL টুর্নামেন্টে খেলছেন।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/vYshUBI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads