"পাকিস্তানের মাটিতে তোমার আগামী সেঞ্চুরি দেখতে চাই", বিরাটের কাছে আর্তি সমর্থকের https://ift.tt/qXBn0yG - MAS News bengali

"পাকিস্তানের মাটিতে তোমার আগামী সেঞ্চুরি দেখতে চাই", বিরাটের কাছে আর্তি সমর্থকের https://ift.tt/qXBn0yG

এই সময় ডিজিটাল ডেস্ক: বিগত কয়েক বছর ধরে বিরাট কোহলির ব্যাট থেকে কোনও শতরান দেখতে পাওয়া যায়। ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে শেষ শতরান করেছিলেন তিনি। তারপর থেকে তাঁর ব্যাটে সেঞ্চুরির খরা। এই বিষয়টি নিয়ে দেশের ক্রিকেটমহলে নেহাতই কম সমালোচনা হয়নি। তবে তা বলে কোহলির জনপ্রিয়তায় ভাঁটা? তেমনটা কিন্তু কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। আর সেটা শুধুমাত্র দেশে নয়, দেশের সীমানা ছাড়িয়ে পাকিস্তানেও তাঁর অগণিত সমর্থক রয়েছে। সেই প্রমাণটা আরও একবার পাওয়া গেল। সম্প্রতি পাকিস্তান সুপার লিগ ম্যাচ চলাকালীন একটি ছবি যথেষ্ট ভাইরাল হয়েছে। কী ছিল সেই ছবিতে? বিরাটের বিশাল একটি পোস্টারে লেখা ছিল, "পাকিস্তানের মাটিতে তোমার পরবর্তী শতরান দেখতে চাই।" ছবিটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কথাবার্তা। আপনারা সকলেই এ ব্যাপারে জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বিগত কয়েকবছরে একেবারে তলানিতে এসে ঠেকেছে। আর সেই প্রভাব এসে পড়েছে দেশের ক্রিকেটের উপরেও। এখন তো শুধুমাত্র ICC টুর্নামেন্টে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে লড়াই করতে নামে। বিরাট কোহলির ব্যাটিং পারফরম্যান্স ২০১৯ সালের নভেম্বর মাসে ইডেন গার্ডেন্সে গোলাপি বলের ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে শেষ শতরান করেছিলেন বিরাট কোহলি। এই দিন-রাতের টেস্ট ম্যাচের পর আরও ১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। ২৬.০৪ ব্যাটিং গড়ে ৫৯৯ রান করেছেন। আর এরমধ্যে তিনি সর্বাধিক ৭৪ রান করেছেন। যদি বিরাটের টেস্ট কেরিয়ারের উপর একটু আতসকাঁচ রাখা যায়, তাহলে দেখতে পাওয়া যাবে যে ৯৭ ম্যাচে তিনি মোট ৭,৮০১ রান করেছিলেন। ব্যাটিং গড় ৫০.৬৫। এরপর আসা যাক বিরাটের একদিনের ক্রিকেট কেরিয়ারে। শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটে শেষ শতরান প্রায় তিনবছর আগে করেছিলেন। ২০১৯ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ সেঞ্চুরি করেছিলেন তিনি। তারপর থেকে বিরাট দুইবার আউট হয়েছেন ৮৯ রানে। একদিনের ক্রিকেটে কোহলির পারফরম্যান্স খুব একটা খারাপ না হলেও বড় ইনিংস খেলে নিজে থেকে কোনও ম্যাচ জেতাতে পারেননি। গত দুই বছরে তিনি ১৫টি ওয়ানডেতে ৪৩.২৬ গড়ে ৬৪৯ রান করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের পারফরম্যান্স পারফরম্যান্স পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি এখনও পর্যন্ত ১৩টি একদিনের ম্যাচে মোট ৫৩৬ রান করেছেন। বাবর আজমদের বিরুদ্ধে তাঁর ব্যাটিং গড় ৪৮.৭২। পাশাপাশি সাতটি টি-২০ ম্যাচে তিনি মোট ৩১১ রান করেছেন। স্ট্রাইক রেট ১১৮.২৫। তবে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট এখনও পর্যন্ত কোনও টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/BZenE87
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads