কোভিড আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে https://ift.tt/3sHW242 - MAS News bengali

কোভিড আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে https://ift.tt/3sHW242

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত হলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন রাতেই আইসোলেশনে চলে গিয়েছিলেন সৌরভ। মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।বর্তমানে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, গত দু' দিন ধরেই জ্বর ও সর্দিতে ভুগছিলেন সৌরভ। তবে করোনার অন্য কোনও উপসর্গ ছিল না তাঁর। অর্থাৎ গন্ধ বা স্বাদ চলে যাওয়ার কোনও ঘটনা ঘটেনি বলেই খবর। উল্লেখ্য, বিগত কয়েকদিনে বেশ কয়েকটি সফর করেছেন Sourav Ganguly। বিদেশ যাত্রার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন। শেষবার মুম্বই গিয়েছিলেন বলে খবর। এদিকে মহারাষ্ট্রে Omircon সংক্রমিতের সংখ্যা ১৬৭। বিগত কয়েক সপ্তাহ ধরে দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে Omicron। দিল্লি এবং মুম্বইয়ের পরিস্থিতি ভয়ানক। Omicron আক্রান্তের সংখ্যা ওই দুই শহরেই সবচেয়ে বেশি। কলকাতাতেও ধীর গতিতে বাড়ছে Omicron। চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারি মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। জিম করতে গিয়েই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। জিম করতে গিয়ে আচমকাই বুকে ব্যথা শুরু হয়েছিস তাঁর। সঙ্গে বমিভাব, মাথা ভার হওয়ার মতো লক্ষণ দেখা যায়। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এরপরেই জানা যায়, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল BCCI চিফের। পরবর্তীতে আরোগ্য লাভ করেন তিনি। যদিও সে সময় তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছিল।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3pw52Hu
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads