শুরুটা ভালো করতে মরিয়া রাহুল, ইতিহাস বদলাতে প্রস্তুত ভারত https://ift.tt/3poxN98 - MAS News bengali

শুরুটা ভালো করতে মরিয়া রাহুল, ইতিহাস বদলাতে প্রস্তুত ভারত https://ift.tt/3poxN98

এই সময় ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। বক্সিং ডে টেস্টে মুখোমুখি হতে চলেছে দুই দল। অন্যতম দুর্ভেদ্য ঘাঁটি দক্ষিণ আফ্রিকায় এবার সিরিজ জিততে মরিয়া বিরাট ব্রিগেড। সিরিজে নামার আগে কতটা প্রস্তুত দল তা নিয়ে মুখ খুললেন ওপেনার কেএল রাহুল। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত টেস্ট সিরিজ জেতেনি ভারত। কিন্তু বিদেশের মাটিতে ভারতের সাম্প্রতিক অতীত পারফরমেন্স বিচার করলে ফেভারিট হিসেবেই শুরু করবে তারা। গত এক বছরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে শাসন করে এসেছে বিরাট বাহিনী। জানান, দল প্রস্তুত ও ময়ঙ্ক আরগওয়ালকে সঙ্গে নিয়ে দলকে একটা ভালো শুরু দিতে তিনি মুখিয়ে রয়েছেন। প্রাক সিরিজ সাংবাদিক বৈঠকে কেএল রাহুল বলেন, ‘বিদেশে কোনও সিরিজে ব্যাটার হিসেবে দলের কাছে গুরুত্বপূর্ণ হল ভালো শুরু। আমি এখানে এসেছিলাম ৩-৪ বছর আগে। সেটা আমার দক্ষিণ আফ্রিকার প্রথম সফর ছিল। আমি তখন জানতাম না পরিস্থিতি কীভাবে সামলাতে হয়। কিন্তু এখন সময় বদলেছে, এখানে আগে দুটো টেস্ট ম্যাচ খেলেছি। এবং অনেক ভিডিয়ো দেখেছি পিচ কীভাবে পরিবর্তন হয়। তাই এবার আমরা কিছুটা বেশি প্রস্তুতি নিয়ে নামব। এবং আমরা টেস্ট ম্যাচে নামার জন্য প্রস্তুতও। আমি ২৬ তারিখ নিয়ে উৎসাহী। আশা করছি, আমি ও ময়ঙ্ক দলকে একটা ভালো শুরু দিতে পারব।’ গতবার ভারত যখন দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল তখন সিরিজের শেষ টেস্ট ম্যাচটা জিতেছিল তারা। সেই সময়কার নতুন প্লেয়ার কেএল রাহুল এখন দলের অন্যতম ভরসার নাম। সাদা বলের ক্রিকেটের সহ অধিনায়ক তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে বেশি ম্যাচ না খেললেও রাহুল মনে করেন দক্ষিণ আফ্রিকার পিচ চ্যালেঞ্জিং হতে চলেছে। বলেন, ‘আমি এখানে বেশি ম্যাচ খেলিনি। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে পিচ চ্যালেঞ্জিং হতে চলেছে। কারণ, টেনিস বল বাউন্স আছে এখানে। আর আমরা যখন অস্ট্রেলিয়াতে খেলেছিলাম সেখানকার পিচগুলো দ্রুত ও বাউন্সি ছিল। কিন্তু এখানে প্রথম কয়েকদিন পিচ স্পঞ্জি ছিল।’ চোটের কারণে টেস্ট সিরিজ খেলবেন না রোহিত শর্মা। ফলে কেএল রাহুলের উপরে বড় দায়িত্ব পড়তে চলেছে দলকে ভালো শুরু দেওয়ার। রোহিত শর্মার অনুপস্থিতিতে তিনিই দলের সহ অধিনায়ক।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3yWaZRh
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads