Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/32dOrPx
মহিলাদের ও রূপালি- ও রূপসী বলে ডাকেন কাঞ্চন! অভিযোগ কল্যাণের https://ift.tt/3J2B3yD

এই সময় ডিজিটাল ডেস্ক: কামারহাটির বিধায়ক স্বাগত জানালেও শ্রীরামপুরের সাংসদের না-পসন্দ! কোন্নগর বইমেলায় এসে ফের প্রবীর ঘোষালকে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নাম না করে একদা সহকর্মী প্রবীর ঘোষালকে ‘বেইমান’ বলে কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ। পাশাপাশি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককেও কড়া বার্তা দিলেন তিনি। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় কোন্নগর বইমেলায় আসেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রবীর ঘোষালের নাম না করে তিনি বলেন, ‘ভাগ্গিস, গত সপ্তাহে আসিনি, না হলে বেইমানের সঙ্গে মঞ্চ শেয়ার করতে হত। ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি ওই সব নাটক, সিনেমা করি না। যাদের নাটক করার ইচ্ছে তারা নাটক করুক।’ একইসঙ্গে এদিন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নাম না করে তাঁকেও একহাত নেন সাংসদ। রীতিমত কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ‘উত্তরপাড়া থেকে কয়েকজন মহিলা আমাকে বলেছেন, তৃণমূলের বিধায়ক একে-ওকে ডাকছে এই রূপালি এই রূপসী বলে। এই সব কী হচ্ছে? যার সিনেমা করার ইচ্ছে তারা সিনেমা করুক। রাজনীতিটা সিরিয়াস জায়গা। কোনও ইয়ার্কির জায়গা নয়। আমাদের দল কিন্তু একটা মানসিকতা নিয়ে চলে।’ উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হয়েছে কোন্নগর বইমেলা। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিনই শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদদের ভিড় লেগেই থাকে বইমেলায়। গত ১২ তারিখ বইমেলায় এসেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা স্থানীয় বাসিন্দা প্রবীর ঘোষালও। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল থেকে ডিগবাজি খেয়ে BJP-তে গিয়েছিলেন তিনি। টিকিটও পেয়েছিলেন। কিন্তু, তৃণমূলের কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হওয়ার পরই BJP-র সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেন প্রবীর। যদিও এখনও পর্যন্ত তৃণমূলে যোগ দেননি তিনি। তবে ফের তৃণমূলের প্রশংসা শোনা যাচ্ছে তাঁর মুখে। পাশাপাশি তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-য় BJP-র বিরদ্ধে কলমও ধরেছেন প্রবীণ সাংবাদিক।স তারপর থেকে তাঁর ঘর ওয়াপসির জল্পনা শুরু হয়। কোন্নগর বইমেলায় সেই জল্পনায় ঘৃতাহুতি করেন মদন মিত্রও। প্রবীরবাবুর ভূয়সী প্রশংসা করে তিনি বলেছিলেন, ‘প্রবীর ঘোষাল দলে জয়েনিং দল গ্রহণ করলে আমি তাঁকে ওয়েলকাম জানাব।’ প্রবীরবাবুর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভাল বলেও দাবি জানান এই ‘কালারফুল’ রাজনীতিক। তবে কামারহাটির বিধায়ক এই মন্তব্য যে কল্যাণ বন্দোপাধ্যায় ভালোভাবে নেননি তা এদিন পরোক্ষভাবে বুঝিয়ে দেন শ্রীরামপুরের সাংসদ।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/32dOrPx
Previous article
Next article
Leave Comments
Post a Comment