Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HjF0x6
দখলদারির চেষ্টা! ভারতের ১৫টি জায়গা নিয়ে নতুন ম্যাপ চিনের https://ift.tt/3FLGkbK
এই সময় ডিজিটাল ডেস্ক: বছরের বিদায়লগ্নে ফের ভারত-চিন দ্বৈরথ! আবারও চিনের মানচিত্রে ঢুকল ভারতের অংশ। এবার একেবারে ভারতের ১৫টি জায়গা চিনের অংশ হিসাবে ড্রাগনের মানচিত্রে তুলে ধরা হয়েছে। আর সবকটি জায়গা ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশের। যা নিয়ে নতুন করে ইন্দো-চিন দ্বৈরথ শুরু হতে চলেছে। জানা গিয়েছে, নতুন সীমান্ত আইন কার্যকর করার কয়েকদিন আগে, বৃহস্পতিবারই বেজিং ১৫টি জায়গার নতুন নাম দিয়ে, অবস্থান সম্বলিত একটি নতুন মানচিত্র প্রকাশ করে চিনের অসামরিক বিষয়ক মন্ত্রক। সেই ১৫টি জায়গা আদতে ভারতের সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশের। যার মধ্যে আটটি বসতি এলাকা, চারটি পর্বত, দুটি নদী এবং একটি গিরিপথ রয়েছে। যদিও অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং বেজিংয়ের এই পদক্ষেপ সত্যকে পরিবর্তন করতে পারবে না দাবি জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এর আগেও নানাভাবে ভারতের অংশ অধিগ্রহণের চেষ্টা করেছিল ড্রাগনরা। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশ চিনের দখল করার চেষ্টা এটাই প্রথম নয়। ২০১৭ সালের এপ্রিলেও চিন একইভাবে কয়েকটি নাম মানচিত্রে তুলে ধরেছিল।’ কিন্তু চিনের এই চেষ্টা অধরাই থেকে যাবে দাবি জানিয়ে তিনি বলেন, ‘অরুণাচল প্রদেশ সর্বদা ভারতের অংশ ছিল এবং থাকবে। অরুণাচল প্রদেশের জায়গাগুলির নতুন নামকরণ করে সত্য বদল করতে পারবে না।’ প্রসঙ্গত, ২০১৭ সালে অরুণাচল প্রদেশ চিনা মানচিত্রে ‘জাংনান’ অথবা ‘দক্ষিণ তিব্বত’ হিসাবে উঠে এসেছিল। সেখানকার ৬টি জায়গা, যেখানে ধর্মগুরু দলাই লামা সফর করেছিলেন, সেগুলির নতুন নাম দিয়ে তাদের মানচিত্রে তুলে ধরেছিল বেজিং। জানা গিয়েছে, আগামী বছরের ১ জানুয়ারি থেকেই চিনের নতুন সীমান্ত আইন কার্যকর হচ্ছে। গত মার্চে প্রস্তাবিত এই আইনে গত এক বছরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) সমস্যা এবং পূর্ব লাদাখে চিনা সামরিক বাহিনীর সীমান্ত লঙ্ঘনকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসাবে দেখা হয়েছিল। এটি চিনের বিভিন্ন বেসামরিক ও সামরিক সংস্থাকে চিনের অঞ্চলগুলিতে সুরক্ষা দিতে পদক্ষেপ করার জন্য আহ্বান করা হয়েছে। যা সীমান্ত গ্রামে বসতি নির্মাণ সহ বিতর্কিত এলাকায় তাদের নিয়ন্ত্রণ জোরদার করার ব্যাপারে চিনের পরিকল্পনার সঙ্গে মিলে গিয়েছে। তাই এটি নিয়ে গত অক্টোবরেই উদ্বেগ প্রকাশ করে ভারত জানিয়েছিল, ‘চিন একতরফা ভাবে নেওয়া সিদ্ধান্তে যে আইন আনছে, সেটি সীমান্ত ব্যবস্থাপনায় আমাদের দ্বিপাক্ষিক অবস্থানের উপর প্রভাব ফেলতে পারে। এটি আমাদের কাছে উদ্বেগের বিষয়।’
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HjF0x6
Previous article
Next article
Leave Comments
Post a Comment