করোনা থাবা এবার অস্ট্রেলিয়া শিবিরে, আক্রান্ত ট্রেভিস হেড https://ift.tt/3eDuchb - MAS News bengali

করোনা থাবা এবার অস্ট্রেলিয়া শিবিরে, আক্রান্ত ট্রেভিস হেড https://ift.tt/3eDuchb

এই সময় ডিজিটাল ডেস্ক: অ্যাশেজে ফের করোনার ধাক্কা। ইংল্যান্ড শিবিরের পর করোনার প্রকোপ এবার অস্ট্রেলিয়া শিবিরে। করোনা আক্রান্ত হলেন অজি ব্যাটার ট্রেভিস হেড। যার জেরে আগামী সপ্তাহে হতে চলা চতুর্থ টেস্টে খেলবেন না তিনি। আপাতত তাঁকে সাতদিন আইসোলেশনে থাকতে হবে। তারপর তাঁর করোনা পরীক্ষা হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ‘দুর্ভাগ্যবশত, ট্রেভিস আজ করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে ওর মধ্যে কোনও লক্ষ্মণ নেই। আমরা আশা করছি ও হোবার্টে অ্যাশেজের পঞ্চম টেস্ট খেলতে পারবে।’ তবে তিনি কারও সংস্পর্শে এসেছিলেন কি না তা জানা যায়নি। ব্রিসবেনে প্রথম টেস্টে ৫ নম্বরে ব্যাট করতে নেমে দুর্দান্ত ১৫২ রানের ইনিংস খেলেন ট্রেভিস হেড। ট্রেভিড হেডের বদলে দলে ডাকা হয়েছে মিচেল মার্শ, নিক ম্যাডিনসন ও জস লিঙ্গিসকে। কিন্তু প্রথম একাদশে অভিজ্ঞ উসমান খোয়াজাকেই নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালে টেস্ট দলে অভিষেকের পর এখনও পর্যন্ত অ্যাশেজে সুযোগ পাননি তিনি। ট্রেভিস হেডের জায়গায় তাঁকে সুযোগ দিতে পারে বলে মনে করা হচ্ছে। গতকাল জানা গিয়েছিল চতুর্থ টেস্টে দলের সঙ্গে থাকবেন না ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড। তাঁর পরিবারের সদস্যের করোনা হওয়ায় তাঁকে আইসোলেশনে থাকতে হবে। ক্রিস সিলভারউডের বদলে চতুর্থ টেস্টে ইংল্যান্ড দলের দায়িত্ব নেবেন গ্রাহাম থর্প। তবে তিনি সঙ্গে পাবেন না সিম বোলিং কোচ জন লুইস, স্পিন কোচ জিতান প্যাটে ও ফিটনেস কোচ ড্যারেন ভেনেসকে। কিন্তু সিলভারউডের মধ্যে কোনও করোনার লক্ষ্মণ দেখা যায়নি। ইংল্যান্ডে মোট সাতজনের করোনা ধরা পড়েছে। তিনজন সাপোর্ট স্টাফ ও চারজন পরিবারের সদস্য। দুই দলকেই বিশেষ বিমানে সিডনি নিয়ে যাওয়া হবে চতুর্থ টেস্টের জন্য। তারআগে নিয়মমাফিক করোনা পরীক্ষার সময় ট্রেভিস হেডের পজিটিভ এল। এভাবে অ্যাসেজে করোনার প্রকোপ বাড়লেও অ্যাসেজ কোনওভাবেই বন্ধ করতে চায় না আয়োজকরা। কারণ, জনপ্রিয় ও ঐতিহ্যবাহী এই সিরিজ বন্ধ হলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে দুই দলই। এরআগে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় তাঁকে আইসোলেশনে থাকতে হয়। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কে প্লেয়াররা। ICC-র ম্যাচ রেফারি ডেভিড বুন গতকাল করোনা আক্রান্ত হন। তিনিও সিডনি টেস্টে থাকবেন না। ইতিমধ্যেই পাঁচ ম্যাচের অ্যাশেজে ৩-০ তে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। বাকি আর দুই ম্যাচ। এই দুটোতে জিতে সম্মানীয় জায়গায় থাকতে চায় ইংল্যান্ড। কিন্তু করোনার যা প্রকোপ তাতে কতটা সম্ভব হবে তা প্রশ্নের মুখে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3zc6pyr
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads