Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3EcJwMR
ওডিশার কাছে লজ্জার হার ইস্টবেঙ্গলের https://ift.tt/3E98FrR

এই সময় ডিজিটাল ডেস্ক: ৫-৩ গোলে হারের লজ্জা তো ছিলই। এবার তার থেকে একধাপ উপরে উঠে গেল ইস্টবেঙ্গল। ISL-এ তৃতীয় ম্যাচে ওডিশা এফসির কাছে ৬-৪ গোলে হারল লাল হলুদ। হারের ধারা অব্যাহত রইল। দলের অবস্থা দেখে সমর্থকদের একটাই প্রশ্ন, ‘গতবারের মত খারাপ অবস্থা হবে না তো?’ মোহনবাগানের কাছে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন লাল হলুদ কোচ। দলে একাধিক পরিবর্তনের কথা বলেছিলেন। সেটা করেওছিলেন। কিন্তু ফল হল না। এগিয়ে গিয়েও ম্যাচ ধরে রাখতে ব্যর্থ হল লাল হলুদ। দল পরিবর্তন হয়, কোচ পরিবর্তন হয় কিন্তু এগিয়ে গিয়েও পিছিয়ে যাওয়ার যায় না লেসলি ক্লডিয়ান সরণির ক্লাবে। ম্যাচের ১৩ মিনিটের মাথায় ড্যারেন সিডোল গোল করে লাল হলুদকে এগিয়ে দেন। রাজু গায়কোয়াড়ের প্রায় ১৮ গজের থ্রো ধরে গোল করেন তিনি। তবে গোল খেয়েও পিছিয়ে পড়েনি ওডিশা। তারা পাল্টা আক্রমণ করতে থাকে। ফল স্বরূপ ৩৩ মিনিটের মাথায় লং বলে হেড দিয়ে গোল করে ওডিশাকে এগিয়ে দেন হেক্টর রামিরেজ। ম্যাচের ফল হয় ১-১। কিছুক্ষণের মাথায় ফের আরও একটা গোল দেয় ওডিশা। জাভিয়ার হার্নান্ডেজের পাসে ফের হেড দিয়ে গোল করেন হেক্টর রামিরেজ। দলকে এগিয়ে দেন তিনি। পরপর দুটো গোল খেয়ে চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল। পাল্টা লড়াই না দিয়ে ডিফেন্সিভ হতে থাকে। চাপে পড়া ডিফেন্সের সুযোগ নিয়ে ম্যাচের ৪৪ মিনিটের মাথায় গোল করে দেন জাভিয়ার হার্নান্ডেজ। কর্নার থেকে সোজা বল গিয়ে ঢোকে লাল হলুদের বক্সে। বলের স্যুইং বুঝতে পারেননি শুভম। প্রথম অর্ধ শেষ হয় ওডিশার পক্ষে ৩-১ গোল দিয়ে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ প্রতিআক্রমণ চলতে থাকে। গোলের জন্য মরিয়া লড়াই চালিয়ে যায় ইস্টবেঙ্গল। ফলস্বরূপ ফাউল করে বসে। বক্সের কাছে ফ্রি কিক পেয়ে তা গোলে জড়াতে ভুল করেনি ওডিশার আরিডাল সুয়ারেজ। ৭১ মিনিটের মাথায় তিনি গোল করেন। তবে গোল খেয়েও পাল্টা লড়াই দিতে থাকে ইস্টবেঙ্গল। ম্যাচের ৮০ মিনিটের মাথায় মহম্মদ রফিকের লং বল ধরে হেড করেন হাওকিপ। ২ গোল হয় ইস্টবেঙ্গলের। এরপরই ম্যাচ পেন্ডুলামের মত দুলতে থাকে। দুই দল একে অপরের বক্সে হানা দিতে থাকে। কিন্তু ইস্টবেঙ্গলের রক্ষণ আর তাসের ঘর দুটোই এক। সেটাই হল ৮১ মিনিটের মাথায় গোল করেন ইশাক। ৫ গোল দেয় ওডিশা। ৮৯ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ড্যানিয়েল চিমা গোল করেন। দলের স্কোর হয় ৩। তার এক মিনিটের মাথায় পেনাল্টি পায় লাল হলুদ। জালে জড়াতে কোনও ভুল করেননি চিমা। ম্যাচের স্কোর হয় ওডিশার পক্ষে ৫-৪। এরপরও সুযোগ ছিল লাল হলুদের ম্যাচ ড্র করার। কিন্তু ওডিশা শেষ পর্যন্ত আক্রমণ চালিয়ে যায় অতিরিক্ত সময়ের ২ মিনিটের মাথায় আরিডাল সুয়ারেজ জোনাথানের পাস থেকে গোল করেন। ম্যাচের ৬-৪। এই ম্যাচ জয়ের ফলে দুই ম্যাচে ওডিশা গোল সংখ্যা ৯। লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেল তারা। অন্যদিকে ইস্টবেঙ্গল ম্যাচে হারের ফলে দশম স্থানে গেল।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3EcJwMR
Previous article
Next article
Leave Comments
Post a Comment