Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3rgNcK1
ওমিক্রন আতঙ্কের মাঝেই স্বস্তি! কমল রাজ্যের কোভিড সংক্রমণ https://ift.tt/3pdTg31

এই সময় ডিজিটাল ডেস্ক: আতঙ্কের মাঝে স্বস্তি! বাংলায় কোভিডের দাপাদাপি কিছুটা কমল। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সোমবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১১ জন। যা নিয়ে রাজ্যে সর্বমোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ১৫ হাজার ৩৭৮। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭১ জন। এদিনের হিসেব অনুযায়ী, বঙ্গে এখনও পর্যন্ত মোট ১৫ লাখ লাখ ৮৮ হাজার ১৭২ জন কোভিড মুক্ত হয়েছেন। এদিকে কমেছে কোভিড মৃত্যুর সংখ্যা। বিগত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। গতদিন কোভিড মৃত্যুর সংখ্যা ছিল ১২। বর্তমানে মৃত্যুর হার ১.২১ শতাংশ। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এদিকে বর্তমানে রাজ্যে পজিটিভিটির হার ২.১১ শতাংশ। এদিন কমেছে শহরের সংক্রমণও। কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। রবিবার কলকাতায় আক্রান্তের সংখ্যা ছিল ১৯৮। এদিন উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৯৫। দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ জন। হুগলিতে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ জন। হাওড়ায় কোভিড আক্রান্তের সংখ্যা ২৬। পূর্ব ও পশ্চিম বর্ধমান দুই জেলাতেই করোনা আক্রান্তের সংখ্যা ১১ করে। পশ্চিম মেদিনীপুরে কোভিড আক্রান্ত হয়েছেন ১৩ জন। পূর্ব মেদিনীপুরে করোনা আক্রান্তের সংখ্যা দু’জন। বিগত ২৪ ঘণ্টায় ঝাড়গ্রামে এক জন, বাঁকুড়ায় চার জন, বীরভূমে ১৪ জন, নদিয়ায় ১৯ জন, মুর্শিদাবাদে তিন জন কোভিড আক্রান্ত হয়েছেন। মালদায় ছ’ জন, উত্তর দিনাজপুরে তিন জন, দক্ষিণ দিনাজপুরে চার জন, জলপাইগুড়িতে ১২ জন, কালিম্পঙে দু’জন, দার্জিলিঙে ১২ জন, কোচবিহারে ১২ জন, আলিপুরদুয়ারে ছ’জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে টিকাকরণের মধ্যে দিয়েই করোনাভাইরাসকে কাবু করতে চাইছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। এদিন করোনা টিকা দেওয়া হয়েছে দু' লাখ সাত হাজার ৫৫৯। প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯৯ হাজার ৫৮১ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক লাখ সাত হাজার ৯৭৮ জনকে। তবে এই মুহূর্তে শঙ্কা বাড়াচ্ছে Covid -এর Omicron Variant। বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, ওই ভাইরাস ভ্যাকসিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। যদিও বিষয়টি এখনও পরীক্ষামূলক স্তরে রয়েছে। প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে ২০৩টি হাসপাতালে কোভিডের চিকিৎসা চলছে। যার মধ্যে ১৯৬টি সরকারি হাসপাতাল। বেসরকারি সাতটি হাসাপাতালে করোনার চিকিৎসা চলছে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3rgNcK1
Previous article
Next article
Leave Comments
Post a Comment