Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3E6ntYe
কয়েক ঘন্টায় শুরু স্টার হেলথ IPO! এক ক্লিকেই জেনে নিন সব তথ্য https://ift.tt/3D9K3xD

Star Health IPO: ভারতের অর্থনৈতিক ব্যবস্থায় অতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং ( Initial Public Offering) বা IPO। পথ দেখিয়েছে জোম্যাটো ( Zomato)। সাফল্যের সঙ্গে IPO পালন করে গোটা ভারতে তাক লাগিয়ে দিয়েছে এই সংস্থা। Zomato এর পাশাপাশি আরও বেশকিছু সংস্থা IPO এর প্রোগ্রাম করেছে। সবাই যে বিপুল সাফল্য পেয়েছে এমনটা নয়৷ কিন্তু তাতে বিন্দুমাত্র কমেনি IPO গুরুত্ব। আগামীকাল এই তালিকায় যুক্ত হতে চলেছে একটি নয়া নাম। Star Health। বিশিষ্ট এই ইনসিওরেন্স কোম্পানি আগামীকাল তাদের প্রথম IPO অনুষ্ঠানে নামতে চলেছে। তবে এই ইনসিওরেন্স কোম্পানির IPO অনুষ্ঠানে আসল চমক অন্য জায়গায়। এই কোম্পানির অন্যতম বিনিয়োগকারীর নাম জানেন? রাকেশ ঝুনঝুনওয়ালা ( Rakesh Jhunjhunwala)। হ্যাঁ, ঠিকই পড়েছেন। রাকেশ ঝুনঝুনওয়ালা। বিশিষ্ট শেয়ার বাজার বিশেষজ্ঞ। দালাল স্ট্রিট এক্সপার্টের এই IPO থেকে আশা অনেক। প্রায় তিন বছর অর্থাৎ 2019 সাল থেকে 2021 পর্যন্ত এই কোম্পানির শেয়ার কিনেছেন রাকেশ ঝুনঝুনওয়ালা। বর্তমানে এই কোম্পানির প্রায় 32 লাখ শেয়ারের মালিক তিনি! 155 টাকা থেকে শেয়ার কিনতে শুরু করেন তিনি। পরে দাম বেড়ে দাঁড়ায় 255 টাকা। আগামীকালের IPO অনুষ্ঠানে এই কোম্পানির শেয়ারের দাম হতে পারে 700-800 টাকা। অর্থাৎ প্রায় ছয়গুণ। হিসাবমত, প্রায় ছয়গুণ লাভের সম্ভাবনা নিয়ে নামছেন রাকেশ ঝুনঝুনওয়ালা। সম্প্রতি শেয়ার বাজারে বেশ ক্ষতির মুখোমুখি হয়েছেন মিঃ ঝুনঝুনওয়ালা। তাঁর প্রিয় Tata গোষ্ঠীর Titan কোম্পানির শেয়ার চলতি সপ্তাহে বেশ চাপের মুখে ফেলেছে তাঁকে৷ মোট ক্ষতির পরিমাণ 753 কোটি টাকা। যেভাবেই হোক এই ক্ষতির জন্য যথোপযুক্ত লাভের পথে হাঁটতে চাইবেন মিঃ ঝুনঝুনওয়ালা। আর তাই আগামীকালের IPO, তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। Star Health ও বেশ বড়সড় লক্ষ্য নিয়ে নামছে আগামীকাল। তাঁদের লক্ষ্য 7,249 কোটি টাকা। এই টাকা তোলার জন্য সর্বোতভাবে ঝাঁপাবে তারা। এই IPO থেকেই 2000 কোটি টাকার অফার ফর সেল ( Offer For Sale) বা OFS এবং 58 হাজারেরও বেশি ইক্যুইটি শেয়ার বিক্রি লক্ষ্য এই কোম্পানির। এখন দেখা যাক এই IPO প্রোগ্রাম সফল হয় কি না। উল্লেখ্য, বিপুল আশা নিয়ে শুরু করা Paytm IPO অবশ্য সেভাবে দাগ কাটতে পারেনি। Star Health পারে কিনা সেটাই দেখার এখন। Read More:
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3E6ntYe
Previous article
Next article
Leave Comments
Post a Comment