Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3xx5VC8
বিদেশ থেকে ফিরে CBSE-র স্কুলে ভর্তি! লাগবে না অনুমোদন https://ift.tt/3FXjMEH

CBSE Admission: যে সকল ছাত্রছাত্রী বিদেশে পড়াশোনা করছেন ও ভবিষ্যতে দেশে ফিরে CBSE বোর্ড অনুমদিত কোনও স্কুলে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে এবার থেকে কোনও পূর্ব অনুমতির প্রয়োজন পড়বে না বলেই জানিয়েছে Central Board of Secondary Education। সম্প্রতি, এই মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় CBSE-র তরফে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরবর্তী সময়ে বহু পরিবার বিদেশ থেকে ভারতে বহু কারণের জন্য দেশে ফিরে আসছে। ফলে, যে সকল পড়ুয়া এতদিন বিদেশে পড়াশোনা করছিল, তারা CBSE অনুমোদিত স্কুলগুলিতে ভর্তি হচ্ছে বলে দাবি CBSE-র। যেহেতু, অন্য বোর্ডে থেকে আসা পড়ুয়াদের সিবিএসই বোর্ডের ক্লাসের সামঞ্জস্যতার ভিত্তিতে ভর্তি করা হয়, তাই, যখনই বিদেশের কোনও বোর্ডের পড়ুয়া দেশে ফিরে সিবিএসই বোর্ডের কোনও স্কুলে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে নবম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে ভর্তি হতে গেলে তাকে স্কুলের মাধ্যমে বোর্ডের কাছে ভর্তির অনুমোদন নিতে হয়। পড়ুয়া ও তাদের পরিবারের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড। এই অনুমোদন নেওয়া সময় বহু ক্ষেত্রেই বেশ কিছু সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের। এই সকল বিষয় চিন্তা করেই সিবিএসই সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে বিদেশ থেকে দেশে ফিরে ভর্তি হওয়া পড়ুয়াদের বোর্ডের কোনও অনুমোদনের প্রয়োজন পড়বে না। আগামীকাল থেকে শুরু হতে চলেছে সিবিএসই বোর্ডের টার্ম ১-এর মেজর বিষয়গুলির পরীক্ষা। চলতি শিক্ষাবর্ষ থেকে পরীক্ষার নিয়মে বেশ কিছু বদল এনেছে সিবিএসই। এর মধ্য প্রধান পরিবর্তন হল, বার্ষিক পরীক্ষার বদল বোর্ডের পরীক্ষাকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত। এবছর থেকে টার্ম ১ ও টার্ম ২, দুই ভাগে ভাগ করা হয়েছে বোর্ডের পরীক্ষাকে। প্রতিটি টার্মে সিলেবাসের ৫০ শতাংশ থেকে প্রশ্ন করা হবে পড়ুয়াদের। করোনা অতিমারীর কারণে ২০২০ ও ২০২১ সালের বোর্ড পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় বোর্ড। পরিবর্তে, অল্টারনেট অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3xx5VC8
Previous article
Next article
Leave Comments
Post a Comment