উদ্বেগের মাঝেই স্বস্তি! দেশে দৈনিক কোভিড সংক্রমণে রেকর্ড হ্রাস https://ift.tt/31b7zgQ - MAS News bengali

উদ্বেগের মাঝেই স্বস্তি! দেশে দৈনিক কোভিড সংক্রমণে রেকর্ড হ্রাস https://ift.tt/31b7zgQ

এই সময় ডিজিটাল ডেস্ক: দৈনিক করোনা সংক্রমণের চিত্রে বড় স্বস্তি। গত বছর মে মাসের পর থেকে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ দেখল ভারত। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯৯০ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯০ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ১১৬ জন। Omicron আতঙ্কের মাঝে কোভিড গ্রাফ স্বস্তি দিচ্ছে বলেই মনে করছে চিকিৎসকমহল। উড়ান বন্ধের পরামর্শ এরই মধ্যে আন্তর্জাতিক উড়ান (International Flights) চালু রাখার সিদ্ধান্তে অনড় ভারত। কিন্তু, সে সিদ্ধান্তের বিরুদ্ধ মত প্রকাশ করছে রাজ্য সরকারগুলি। প্রথম প্রশ্ন উঠল মহারাষ্ট্রের তরফে। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপি সোমবার বলেন, 'রাজ্য সরকার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। আমরা কেন আন্তর্জাতিক উড়ান চলাচলে নিষেধাজ্ঞা জারি করব না? অন্তত যে সব দেশ এই মুহূর্তে থাবা গেড়েছে Omicron, যাতায়াত ঝুঁকিপূর্ণ, সে সব দেশের বিমান ওঠানামায় যাতে নিষেধাজ্ঞা জারি হয় সে বিষয়ে কেন্দ্রের কাছে অনুরোধ জানাব। রাজ্য মন্ত্রিসভা এমনই দাবি তুলেছে। আগামী কয়েক দিনেই সিদ্ধান্ত নেবে মহারাষ্ট্র সরকার।' চণ্ডীগড়ে Omicron আতঙ্ক! ক্রমশই তীব্র হচ্ছে Omicron আতঙ্ক। বেঙ্গালুরু, মুম্বইয়ের পর এবা চণ্ডীগড়েও দক্ষিণ আফ্রিকা ফেরত যাত্রীর শরীরে বাসা বাঁধল করোনাভাইরাস (Coronavirus)। সোমবারই প্রথম দক্ষিণ আফ্রিকা (South Africa)থেকে দেশে ফেরে ওই ব্যক্তি। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ৩৯ বছর বয়সী চণ্ডীগড়ের বাসিন্দার সংস্পর্শে আসায় তাঁর এক আত্মীয় এবং এক গৃহ সহায়কেরও কোভিড ধরা পড়েছে। তাঁদের সকলের নমুনা বিশেষ পরীক্ষার জন্য দিল্লিতে পাঠানো হয়েছে বলে খবর। WHO-এর সতর্কবার্তা বাংলায় যাকে বলে এক রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। ঠিক তাই যেন ঘটে চলেছে করোনা ভাইরাসের ক্ষেত্রে। ভারতীয় বংশোদ্ভুত ডেল্টা প্রজাতিকে খানিকটা কাবু করতে না করতেই দক্ষিণ আফ্রিকা থেকে এসে উদয় হয়েছে Omicron। বিজ্ঞানীরা যাকে চিহ্নিত করছেন B.1.1.529 নামে। আর এই নতুন প্রজাতিই আপাতত মানবজাতির কাছে সব থেকে বড় মাথা ব্যথার কারণ। WHO একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘কোভিড অতিমারীর আবহে এই Omicron-এর দৌলতে যদি আবার একটি বড় ধাক্কা আসে, তবে তা সামলানো মুশকিল হতে পারে।’ যদিও একই সঙ্গে WHO জানিয়েছে, এখনও পর্যন্ত Omicron আক্রান্ত কোনও ব্যক্তির মৃত্যুর খবর নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। বিবৃতিতে বলা হয়েছে, Covid 19 অতিমারীর ক্ষেত্রে ভাইরাসের কিছু ক্ষতিকর পরিবর্তন ধরা পড়ছে পরীক্ষায়। যে পরিমাণ প্রমাণ পাওয়া যাচ্ছে তা থেকেই একটি নতুন ভাইরাস চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। তারই নাম দেওয়া হয়েছে Omicron। কিন্তু, এই নতুন প্রজাতির ভাইরাসের গতিবিধি বুঝতে আরও বেশ কয়েক সপ্তাহ লেগে যাবে। কতটা সংক্রামক এই নতুন প্রজাতি, কতটা প্রভাব পড়বে মানব শরীরে তা নিয়ে আরও পরীক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তারা।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3p9HKG5
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads