Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3d0Mwjk
83 Trailer: মঙ্গলবারই মুক্তি পেল রণবীর-দীপিকার 83 ট্রেলার https://ift.tt/3p64Q04

83 Trailer Out: কথা মতো মঙ্গলবার সকাল সকাল মুক্তি পেল এবং অভিনীত Kabir Khan-এর বহু প্রতীক্ষিত ছবি 83-র ট্রেলার। ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতের অবিশ্বাস্য জয়ের ঐতিহাসিক সফর লেন্সবন্দি হয়েছে এই ছবিতে। সেই সময়ে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হরিয়ানা হ্যারিকেন Kapil Dev-এর ভূমিকায় রয়েছেন Ranveer Singh। ট্রেলার নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। ২৬ নভেম্বর মুক্তি পেয়েছিল এই ছবির টিজার। এক মিনিটের সাদা কালো টিজারে দেখানো হয়েছে সেই ডিসাইসিভ মুহূর্ত, যা নিশ্চিত করেছিল ভারতের বিশ্বকাপ জেতা। মদন লালের বলে ভিভ রিচার্ডস ছক্কা হাঁকানোর চেষ্টা করলেন। ক্যাচ গিয়ে পড়ল কপিল দেবের হাতে। আউট হয়ে গেলেন Viv Richards। ভারতের জয়ের পথের কাঁটা সরে গেল। টিজারে মদন লালের চরিত্রে দেখা যাচ্ছে অ্যাক্টর-সিঙ্গার Hardy Sandhu-কে। কপিল দেবের চরিত্রে রণবীর সিংকে যেন চেনাই মুশকিল। ২৪ ডিসেম্বর হলে সিনেমা হলেই মুক্তি পাবে এই ছবি। শুধু হিন্দি না, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়লাম ভাষাতেও মুক্তি পাবে ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্ত নিয়ে তৈরি এই ছবি। এই ছবিতে রয়েছেন এক ঝাঁক তারকারা৷ ছবিতে কপিল দেবের স্ত্রী, রোমি দেবের চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে৷ কবীর খানের এই ছবি শুধু হিন্দিতে নয়, গোটা দেশে মুক্তি পাবে তামিল, তেলেগু, কন্নড় ও মালয়লম ভাষাতেও৷ বহুদিন আগেই তৈরি হয়ে গিয়েছিল এই ছবি৷ করোনার আবহ তৈরি না হলে ২০২০ সালের ১০ এপ্রিলই মুক্তি পেয়ে যেত রণবীর অভিনীত এই বায়োপিক৷ পরে শোনা গিয়েছিল, বলিউডের অন্যান্য বিগ বাজেট ছবির মতো এই ছবিও নাকি মুক্তি পাবে ওটিটিতে৷ তবে প্রথমেই সে সম্ভাবনা নসাৎ করে দেয় ছবির টিম৷ টিমের পক্ষ থেকে সোজা জানানো হয়, যত দেরি হোক না কেন, এই ছবি মুক্তি পাবে বড়পর্দাতেই৷ সেই কথাই রাখল ৮৩ টিম৷ ছবিতে রণবীর, দীপিকা ছাড়াও অভিনয় করেছেন রাজ ভাসিন, সাকিব সলিম, অ্যামি ভির্ক, শাহিল খট্টর, চিরাগ পটেল, যতীন সর্নার মতো অভিনেতারা৷ বিয়ের পর পরই রণবীরকে দেখা গিয়েছিল গলি বয় ছবিতে অভিনয় করতে। অন্যদিকে দীপিকা একটু টাইম নিয়ে আসেন ছপকে৷ বাজিরাও মস্তানির পর ৮৩ ছবিতেই ফের জুটি বাঁধতে দেখা যাবে এই রিয়েল লাইফ জুটিকে৷ তবে পদ্মাবত ছবিতে জুটি না বাঁধলেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা৷
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3d0Mwjk
Previous article
Next article
Leave Comments
Post a Comment