Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HYcLoW
বিয়ের সম্ভাবনা উসকে সোমবার রাতেই ক্যাটের বাড়ি ভিকি https://ift.tt/3d0asU6

Vicky Kaushal Visits Katrina: বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আর মাত্র এক সপ্তাহ বাকি। আর তার আগেই বিয়ে নিয়ে জরুরি আলোচনা করতেই হয়তো সোমবার রাতে ক্যাটরিনা কইফের বাড়িতে পৌঁছে গেলেন ভিকি কৌশল। আর তাঁর এই যাওয়া মিস করলেন না ফটোগ্রাফাররা। ক্যাটরিনার বাড়িতে ঢোকার মুখে Vicky Kaushal-এর ছবি তুলতে না পারলেও, কথা সেরে বেরিয়ে আসার সময়ে গাড়ির ভিতরে বসে থাকা ভিকি হলেন লেন্সবন্দি। তবে অন্যসময়ে পাপারাত্জিদের উদ্দেশে হাত নাড়ালেও, এদিন ভিকি ব্যস্ত ছিলেন ফোনে কথা বলাতেই। ৯ ডিসেম্বরই চার হাত এক হবে ভিকি ক্যাটের। Katrina Kaif-এর ঘনিষ্ঠ এক সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী ৯ ডিসেম্বর সন্ধেবেলা হিন্দু মতে বিয়ে হবে দুই তারকার। ৭ তারিখে রয়েছে সঙ্গীতের অনুষ্ঠান এবং ৮ তারিখ হবে মেহেন্দি। আপাতত অতিথিদের এয়ার টিকিট বুকিং, তাঁদের থাকা-খাওয়া, যাওয়া আসার ব্যবস্থা করতেই চূড়ান্ত ব্যস্ত Vicky এবং Katrina-র টিম। সেই সঙ্গে তো রয়েছেই একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। আপাতত যা জানা গিয়েছে, বিয়েতে ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর লেহেঙ্গাই পরবেন ক্যাট সুন্দরী। তবে রিসেপশনে পরবেন Gucci-র পোশাক। আর বিয়ের বাকি অনুষ্ঠানে পরার জন্যে এক্সক্লুসিভ ওয়ার্ড্রোব তৈরি করছেন ফ্যাশন ডিজাইনার আবু জানি (মেহেন্দি) এবং ক্যাটরিনার খুবই প্রিয় বন্ধু মনীশ মলহোত্রা (সঙ্গীত)। Vicky Kaushal এবং Katrina Kaif গাঁটছড়া বাঁধতে চলেছেন Six Senses Fort Barwara-তে। রাজস্থানের Ranthambore National Park থেকে মাত্র ৩০ মিনিটেক দূরত্বে Sawai Madhopur অবস্থিত এই বিলাসবহুল রিসর্ট। গত একমাস ধরে চর্চায় Vicky Kaushal এবং Katrina Kaif-এর বিয়ে। প্রতিদিনই নিত্য নতুন আপডেট আসছে বিয়ে সম্পর্কিত। সামনে এসেছিল ভিকি-ক্যাটের বিয়ের সম্ভাব্য সেলেব্রিটি গেস্ট লিস্টও। তালিকায় নাম রয়েছেকরণ জোহর (Karan Johar), কবীর খান (Kabir Khan), মিনি মাথুর (Mini Mathur), রোহিত শেট্টি (Rohit Shetty), সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra), কিয়ারা আডবাণী (Kiara Advani), বরুণ ও নাতাশা ধাওয়ান (Varun Dhawan), আলি আব্বাস জাফারের (Ali Abbas Zafar)। সবার নাম থাকলেও কোথাও একবারের জন্যেও উল্লেখ নেই তাঁর প্রাক্তন প্রেমিক সলমান খানের ()। এই বিষয়ে ভাইজান কিচ্ছুটি না বললেও মুখ খুললেন তাঁর বাবা চিত্রনাট্যকার সেলিম খান (Salim Khan)। সম্প্রতি একটি সাক্ষাত্কারে Salim Khan-কে প্রশ্ন করা হয়েছিল তাঁর বড় ছেলে সলমান অথবা খান পরিবারের কেউ এবং ক্যাটরিনা কইফের বিয়ের অনুষ্ঠানে হাজির থাকবেন কি না। উত্তরে স্পষ্ট জবাব সেলিম খানের। ‘এই সব নিয়ে কেন কিছু বলব বলুন তো! মিডিয়ার তো দেখছি এই বিয়ে নিয়ে কথা বলা ছাড়া আর কোনও কাজই নেই।’
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HYcLoW
Previous article
Next article
Leave Comments
Post a Comment