Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3kmAGES
ডেব্যুতে নজর কাড়া KKR-এর তরুণ ব্যাটসম্যানের ক্লাস নিলেন কোহলি স্যার! https://ift.tt/39kxCTd
এই সময় ডিজিটাল ডেস্ক: আন্দ্রে রাসেল এবং বরুণ চক্রবর্তী যদি বল হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্রিগেডে ধস নামাতে পারেন, তাহলে উলটো দিকে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ব্রিগেডে আগুন ধরালেন দলের দুই ওপেনার শুভমন গিল এবং ভেঙ্কটেশ আইয়ার। আজই IPL টুর্নামেন্টে অভিষেক হয়েছে আইয়ারের। কিন্তু, প্রথম ম্যাচেই তিনি কামাল করে দিলেন। ম্যাচের শেষে তিনি ৪১ রানে অপরাজিত থাকেন। আর সেইসঙ্গে তাঁর ব্যাট ধরেই আসে জয়সূচক রানও। ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং দেখে যারপরনাই মুগ্ধ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক বিরাট কোহলি। আজ ৯ উইকেটে তাঁর দল হেরে গেলেও, ম্যাচের শেষে আইয়ারকে ব্যাটিং শেখাতে ব্যস্ত ছিলেন বিরাট। এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হতেই, বিরাটের ব্যবহারে মুগ্ধ হয়েছেন নেট নাগরিকরা। এমনকী, কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই ভিডিয়োও শেয়ার করা হয়েছে। দেখে নিন সেই ভিডিয়ো: আজ কলকাতার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট। কিন্তু, এই একটা সিদ্ধান্তই যে বুমেরাং হয়ে যাবে, সেটা বোধহয় তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। ৪ বলে মাত্র ৫ রান করেছেন বিরাট। দলের বাকিদের ব্যাটিং পারফরম্যান্সও একেবারে আহামরি নয়। দলের অপর ওপেনার দেবদত্ত পাডিক্কল ছাড়া আর কেউই ২০-র বেশি রান করতে পারেননি। অন্যদিকে কম রানের লক্ষ্যমাত্রা তাড়া করে নাইট ব্রিগেড নিজেদের নেট রানরেট অনেকটাই বাড়িয়ে নিল। একলাফে তারা পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে। অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞই আশা করেছিলেন যে এই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স ১০ উইকেটে জয়লাভ করবে। কিন্তু, জয়ের একেবারে কিনারায় দাঁড়িয়ে ব্যক্তিগত ৪৮ রানে আউট হয়ে শুভমান গিল। যুজবেন্দ্র চাহালের বলে ক্যাচ নেন মহম্মদ সিরাজ। গিল আউট হলেও কলকাতার জয় ততক্ষণে নিশ্চিত হয়েই গিয়েছিল। শেষবেলায় পরপর ২ বলে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে কলকাতার জয়ের মসৃণ করেন ভেঙ্কটেশ। কিন্তু, কে এই ? মধ্যপ্রদেশের হয়ে টপ অর্ডারে ব্যাটিং করেন ২৬ বছর বয়সি এই তরুণ তুর্কি। পাশাপাশি মিডিয়াম পেস বোলিংও করেন। ম্যাচ শুরুর আগে তিনি হাসতে হাসতে বলেন, 'মা কখনই চাইতেন না, আমি ঘরের মধ্যে বসে বসে শুধু পড়াশোনা করি। উনিই আমাকে জোর করে মাঠে পাঠাতেন। আর সেই ফলটা আমি আজ পাচ্ছি।' মধ্যপ্রদেশ সিনিয়র দলের হয়ে তিনি ইতিমধ্যেই টি-২০ এবং একদিনের ম্যাচ খেলে ফেলেছেন। অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্বও দিয়েছেন। ২০১৫ সাল থেকে ঘরোয়া ক্রিকেট খেলছেন ভেঙ্কটেশ। ২০২০-২১ মরশুমে সাদা বলের ক্রিকেটে তিনি দুরন্ত পারফরম্যান্স করেন এবং সকলের নজর কেড়ে নিয়েছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি সবথেকে বেশি রান করেছেন। পাঁচ ইনিংসে তাঁর ব্যাট থেকে ২২৭ রান বেরিয়ে আসে। স্ট্রাইক রেট ১৪৯.৩৪। তারপর একদিনের ক্রিকেট। বিজয় হাজারে ট্রফিতে তাঁর ব্যাটিং জ্বলওয়া দেখতে পাওয়া যায়। পঞ্জাবের বিরুদ্ধে ১৪৬ বলে তিনি ১৯৮ রান করেছিলেন এবং ওই ম্যাচে মধ্যপ্রদেশ তিন উইকেটে ৪০২ রান তুলেছিল। চলতি IPL টুর্নামেন্টের প্রথমার্ধে আইয়ার দলের সঙ্গে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি। কিন্তু, এবার সেই কাঙ্খিত সুযোগ মিলতেই নিজের যোগ্যতা প্রমাণ করলেন। তাঁর থেকে আরও বড় ইনিংসের প্রত্যাশা করবে গোটা কলকাতা।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3kmAGES
Previous article
Next article

Leave Comments
Post a Comment