Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3ECayhh
দুর্গা পুজোর উপহার, কলকাতার বাজারে কয়েক হাজার মেট্রিক টন বাংলাদেশি ইলিশ https://ift.tt/3Ax96uc
এই সময় ডিজিটাল ডেস্ক: হাসিনা সরকারের পুজোর উপহার। দুর্গাপুজোর আগেই এপার বাংলার মানুষের জন্য কয়েক হাজার মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার থেকেই শহরের বাজারে মিলবে খাস পদ্মার ইলিশ। সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মোট ২০৮০ মেট্রিক টন উপহার হিসেবে কলকাতায় পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। আগামী ১০ অক্টোবর পর্যন্ত দফায় দফায় এপার বাংলার জন্য আসবে খাস পদ্মার ইলিশ। ৫২টি বাণিজ্যিক সংস্থা সরকারি তরফে ৪০ মেট্রিক টন করে ইলিশ রফতানির অনুমোদন পেয়েছে। বাংলাদেশি মাছ ব্যবসায়ী কাজী আবদুল মান্নান জানিয়েছেন ৬০০ গ্রাম থেকে এক কেজি অথবা বারোশো গ্রাম সাইজের ইলিশ এবারে পাওয়া যাবে। পুজোর আগে কলকাতার ইলিশ পাঠাতে পেরে তারা খুশি। তবে এ বছর বাংলাদেশে কম মাছ উৎপাদন হয়েছে। কলকাতায় এই মাছ আমদানি করছেন সৈয়দ আনোয়ার মাকসুদ। তিনি বলেন 2012 সাল থেকে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে গত তিন বছর পুজোর আগে উপহার হিসাবে কিছু ইলিশ বাংলাদেশ সরকার পাঠায়। গত বছরে দুই হাজার মেট্রিক টন ইলিশ কলকাতায় আসে। তবে এবারে মাছ আসতে এক সপ্তাহ দেরি হয়েছে। তিনি বলেন যেহেতু স্থানীয় ইলিশের উৎপাদন এবছরে কম তাই বাংলাদেশি ইলিশ কিছুটা হলেও সেই ঘাটতি মেটাবে। ৬০0 গ্রাম থেকে বারোশো-তেরোশো গ্রাম পর্যন্ত সাইজের ইলিশ আসবে, বলে খবর। মঙ্গল বা বুধেই বাজারে দেখা মিলবে পদ্মার ইলিশের।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3ECayhh
Previous article
Next article

Leave Comments
Post a Comment