Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3AnFcsh
গাড়ি ঠেলতে ৫০০ টাকা! অটো ভাড়া পাঁচগুণ https://ift.tt/3CzukrM
এই সময়: ঘড়ির কাঁটায় তখন সকাল ন'টা। সল্টলেকের করুণাময়ী মোড় থেকে ৪ জনকে নিয়ে সেক্টর ফাইভে আসছিলেন অটোচালক সমীর মণ্ডল। সেক্টর ফাইভে ঢোকার মুখে হাঁটুজলে গোঁ গোঁ করে বিগড়ে গেল অটো। এগিয়ে এলেন নয়াবাদের বাসিন্দা দুই যুবক দীপক সাউ ও বিক্রম মণ্ডল। তাঁদের ৪০০ টাকা দিয়ে জল পেরিয়ে অটো এগোলেন সমীর। রাত থেকে টানা বৃষ্টি হলেও জরুরি প্রয়োজনেই অফিসের জন্য রওনা হয়েছিলেন ব্যারাকপুরের বাসিন্দা, তথ্যপ্রযুক্তি তালুকের কর্মী মানসী মণ্ডল। কিন্তু উল্টোডাঙা স্টেশনে নেমেই দেখলেন, সেক্টর ফাইভের জন্য ২০০ টাকা হাঁকছেন অটোচালকরা। বাস কম থাকায় ওই টাকা দিয়েই গন্তব্যে পৌঁছতে হলো মানসীকে। সোদপুরের বাসিন্দা সুদীপ্তা সান্যাল বলছিলেন, 'অন্যান্য দিন উল্টোডাঙা থেকে অটো করে করুণাময়ী যাই ১২ টাকায়। যাতায়াতে ২৫-৩০ টাকা লাগে মোট। এদিন সেখানে যাতায়াতে ৩২০ টাকা খরচ হয়ে গেল!' এমনিতেই করোনার ধাক্কায় বেতন কমেছে ১০ শতাংশ। সামনেই পুজো। এ ভাবে অফিস যেতেই এত টাকা চলে গেলে সংসার চালাব কী করে, প্রশ্ন সুদীপ্তার। সল্টলেকের একটি বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী রঞ্জিত করের অভিযোগ, 'এদিনই প্রথম নয়। এই বছরে এর আগেও বার তিনেক ৪ গুণ বেশি ভাড়া দিয়ে অফিস যাতায়াত করতে হয়েছে। করোনার জেরে জীবন এমনিতেই জেরবার। তার উপর এই ধাক্কা সত্যিই আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের বড় সমস্যায় ফেলে দিচ্ছে।' এদিন এত ভাড়া কেন ছিল অটো বা রিকশায়? উল্টোডাঙা-করুণাময়ী রুটের অটোচালক সমীর পাণ্ডা বলছেন, 'রাস্তায় যে ভাবে জল জমেছিল, তাতে যে কোনও সময়ে গাড়ি বিকল হওয়ার সম্ভাবনা ছিল। জলে গাড়ি দু'-একবার বিগড়েছেও। তা সরাতেও আমার মতো অনেক চালকদের স্থানীয় যুবকদের ৪০০-৫০০ টাকা করে দিতে হয়েছে। সেই টাকাটা তুলতে গিয়ে আমাদেরও বেশি ভাড়া নিতেই হয়েছে।' এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সেক্টর ফাইভ এলাকায় গাড়ি সরিয়ে হাজার দশেক টাকা ঘরে তুলেছেন দীপক সাউ, বিক্রম মণ্ডলরা। এত বেশি টাকা হাঁকলেন কেন? বিক্রমের যুক্তি, 'সারা দিন কাজ করেও তো এমনিতে ৫০০-৬০০ টাকার বেশি মজুরি পাই না। সেখানে আজ যে ভাবে ওই রকম বৃষ্টি মাথায় নিয়ে কাজ করেছি, তাতে তো বেশি টাকা নিতেই হতো। সারাদিন যা জলে ভিজেছি, তাতে তো ডাক্তার-ওষুধেই অর্ধেক টাকা বেরিয়ে যাবে।' দীপকের আবার দাবি, 'যে অটোচালকরা গাড়ি সরানোর জন্য টাকা দিয়েছে, তারাও তো ৫ গুণের বেশি ভাড়া হেঁকেছে। আমরা তা হলে জল ঠেলে গাড়ি পার করতে ৪০০-৫০০ টাকা নিয়ে কোন অন্যায়টা করলাম!'
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3AnFcsh
Previous article
Next article

Leave Comments
Post a Comment